শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিক ঢাকা গড়তে যুগোপযোগী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি মেয়রের

ডেস্ক রিপোর্ট : আধুনিক ও উন্নত ঢাকা গড়তে গতানুগতিক নগর পরিকল্পনা থেকে বের হয়ে যুগোপযোগী ও নাগরিকবান্ধব পরিকল্পনা নিয়ে পরিকল্পনাবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিন

আজ বিকাল ৫ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত 'প্ল্যানার্স ন্যাশনাল কনভেনশন-২০১৯'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা কখনোই প্রায় ২ কোটি মানুষের ভার বহন করতে সক্ষম নয়। মানুষ কিসের জন্য কিসের আশায় ছায়া সুনিবিড় শান্তির গ্রামগুলো ছেড়ে ঢাকায় বস্তিতে, ফুটপাতে, এভাবে অমানবিক জীবন-যাপন করতে আসে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। মানুষকে তার নীড়ে ফিরতে হবে, সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মানুষকে কর্মমুখী করতে হবে। গ্রামে নিজ বাড়িতে থেকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সরকারের গুচ্ছগ্রাম প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের সুফল জনগণকে জানাতে হবে। তাহলেই ঢাকার উপর এই অতিরিক্ত মানুষের চাপ কমবে। নাগরিক সুবিধা নিশ্চিত করা যাবে। অবৈধ দখল, যানজটসহ অন্যান্য সমস্যাও অনেকাংশেই কমে যাবে।
মেয়র আরো বলেন, আমরা নগরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা নিশ্চই ঢাকাকে বসবাস উপযোগী, সবুজ ও গতিময় ঢাকা হিসাবে গড়ে তুলতে পারব।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি’র সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইলাম বলেন, নগর পরিকল্পানার ধারণা পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন 'গ্রাম হবে শহর'র কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রাম হবে শহর ভিশনে প্রধানমন্ত্রীর নগর নিয়ে আধুনিক চিন্তাধারার প্রকাশ পেয়েছে। এখানে তিনি গ্রামের অবকাঠামোসহ নাগরিক সুযোগ-সুবিধা গ্রামে নিশ্চিত করার কথা বলেছেন। কিন্তু কোন ভাবেই ইট-কাঠের অপরিকল্পিত শহর যাতে না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলো যেন শান্তির নীড় হয়েই থাকে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, নগর পরিকল্পনার ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট ও গোল কোনটিই নির্দিষ্ট থাকছে না। বৈশ্বিক নানান বিষয় ও জলবায়ুর পরিবর্তনের সাথে প্রতিনিয়ত আমাদের লক্ষ্য পরিবর্তন হচ্ছে, প্ল্যানার্সদেরও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

তিনি আরো বলেন, যদিও আমাদের দেশে আরবান এবং রিজিওনাল প্লানিং বলা হয়, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে এই নামে বিভাগও রয়েছে কিন্তু দুঃখজনক হল আমাদের দেশে রিজিওনাল প্লানিংটা এখনো হচ্ছে না। সবাই শুধু আরবান নিয়েই কাজ করছে। তিনি নগর পরিকল্পনাবিদদেরকে রিজিওনাল প্ল্যানিং নিয়ে কাজ করার উপর গুরুত্ব দেন।

বিআইপি’র সভাপতি এ কে এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মোহাম্মদ খান, সহ-সভাপতি অধ্যাপক আকতার মাহমুদ ও ফজলে রেজা সুমন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়