শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ ও কুকুরের স্বভাবে কিছু মিল রয়েছে

মুসবা তিন্নি : কুকুর প্রভুভক্ত প্রাণী, একবার কোনো কুকুরকে যদি পোষ মানানো যায় তবে সে কুকুর তার মালিকের জন্য জীবন দিতেও দ্বিধা করে না । কুকুরের কিছু বিষয়ের সাথে মানুষের স্বভাবের অনেক মিল রয়েছে যেমন মানুষের অনুভূতি হয়; ঠিক তেমনি কুকুরেরও একই অনুভূতি হয়। বিশেষ করে ৫টি কাজে কুকুর ও মানুষের অনুভূতি একই। এমনটাই বলছে গবেষণা। জাগো নিউজ
আসুন জেনে নেই বিষয়গুলো সম্পর্কে-

কুকুরও স্বপ্ন দেখে: কুকুর ঘুমন্ত অবস্থায় একেবারে মানুষের মতো স্বপ্ন দেখে। ঘুমের ঘোরে হঠাৎ করে কেঁপে ওঠে, পা টানটান করে, গোঁ-গোঁ শব্দ করে, নানা মুখভঙ্গি করে। এসবই স্বপ্ন দেখার উপসর্গ। ঘুমন্ত অবস্থায় কুকুর তার মনিবের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নিয়ে স্বপ্ন দেখে।

চুল পাকে: যে কোন দুশ্চিন্তা, ভয়, অজানা আতঙ্ক থেকে কুকুরের চুলও পাতলা হয়ে যায়, সাদা হয়ে যায়। সাধারণত কুকুরের পাকা চুল দেখা যায় নাকে-মুখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকা চুলের পরিমাণ বাড়তে থাকে। তবে সেটা স্বাভাবিক।

খুবই মনোযোগী: আপনি কুকুরের প্রতি মনোযোগী হলে সেটা খুব বেশি প্রকাশ করে। ফলে যখনই কুকুরের দিকে তাকাবেন, তখন আপনাকে নানা মুখভঙ্গি করে বোঝাতে হবে, আপনি কুকুরটির প্রতি কতটা মনোযোগী। আর সেটা যদি বুঝতে পারে, সে সময় জিভ বের করা, ঘেউ ঘেউ করা বেড়ে যায়।

সময় সচেতন: কুকুর সময় সম্পর্কে অত্যন্ত সচেতন। আপনি কখন কুকুরটিকে পার্কে নিয়ে যাবেন, হাঁটাতে নিয়ে যাবেন, গলা থেকে চেন খুলবেন- সে সময় সম্পর্কে কুকুরের সম্যক ধারণা রয়েছে। কুকুর আগে যা ট্রেনিং পায়, সে অনুযায়ী ভবিষ্যৎ সম্পর্কে সময়ের একটি ধারণা তৈরি করে।

ভয়ের গন্ধ: কুকুর ভয়ের গন্ধ টের পায়। যখন টের পায়, তখন বেশ চাপ অনুভব করে। কুকুর শুধু আবেগ বা ভয় নয়, স্নায়ুচাপ-দুশ্চিন্তার গন্ধও পায়। মানুষের নড়াচড়া, অঙ্গভঙ্গি, দাঁড়ানো দেখেও বুঝতে পারে মনের অনেক অনুভূতি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়