শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা- মোদি চুক্তি ও সমঝোতা সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ

রফিক আহমেদ: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট জরুরি বিষয়সমূহ টেবিলের নীচেই পড়ে থাকলো। বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেবল ভারতীয় প্রধানমন্ত্রী ও তার সরকারের আশ^াস নিয়েই দেশে ফিরতে হচ্ছে। শনিবার বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি বরাবরের মত ঝুলিয়ে রেখে ভারতকে ফেনী নদী থেকে পানি প্রত্যাহারের চুক্তি করা হলো। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা বন্ধে শীর্ষ বৈঠক থেকে সুস্পষ্ট কোন ঘোষণা পাওয়া গেল না। বাংলাদেশ-ভারতের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি দূর, বাংলাদেশের রপ্তানীযোগ্য পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত ও শুল্ক সুবিধা প্রদান বিষয়ে চুক্তি বা সমঝোতায় না এসে বাংলাদেশের বন্দরগুলো ভারতের পণ্য পরিবহনের জন্য অবারিত করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব যখন শিখরে অবস্থানের কথা বলা হচ্ছে- তখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও তার বিভিন্ন স্তরের নেতাদের নাগরিকপঞ্জি কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী উগ্র ও উস্কানীমূলক সাম্প্রদায়িক প্রচারণা অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিরোধী বিজেপি’র এসব উত্তেজনাকর বৈরী ও শত্রুতামূলক প্রচারণা বন্ধ করার ব্যাপারেও দুই নেতার শীর্ষ বৈঠক থেকে কিছু পাওয়া যায়নি। তিনি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব না দিয়ে ভারতের চাপিয়ে দেয়া একতরফা চুক্তি ও সমঝোতা সম্পর্কে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়