শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় স্বপ্নের মোটর সাইকেল কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

অপু খান চৌধুরী: দীর্ঘদিনের স্বপ্নের মোটর সাইকেল কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ। নতুন মোটর সাইকেল কিনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রুবেল মিয়া (২৫) ও সুমন মিয়া (২২) নামের আপন দুই ভাই নিহত হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া ও সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের হোসেন মেম্বারের বাড়ির সিএনজি (অটোরিক্সা) চালক আক্তার হোসেনের ছেলে। তাদের অকাল মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের বাবা আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমার ছেলে রুবেল ও সুমন নারায়ণগঞ্জ জেলায় আদমজি ইপিজেডে চাকরি করতো। তাদের দীর্ঘদিনে স্বপ্ন ছিলো একটি সুন্দর মোটর সাইকেলের। শুক্রবার সাপ্তহিক ছুটি হওয়ায় গত বৃহস্পতিবার ইপিজেডের কাজ শেষ করে ঢাকা থেকে সুজকি (জিক্সার) মডেলের নতুন মোটর সাইকেল কিনে একইদিন রাতে বাড়ি আসার উদ্দেশ্যে দুই ভাই ঢাকা থেকে রওয়ানা দেয়। পরে তারা এক সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরা এলাকায় পৌছালে পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ভাই ছিটকে পড়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে। তাদের মোবাইল ফোন থেকে পুলিশ আমাদের ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে আমরা ঘটনার দিন রাতেই দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে যোগাযোগ করি।

পুলিশ আমাদের জানায়, আমার বড় ছেলে রুবেল ঘটনাস্থলেই নিহত হয় এবং আমার ছোট ছেলে সুমনকে আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। পরে তারা একইদিন রাতে ঘটনাস্থল থেকে নিহত রুবেল ও সুমনের লাশ নিজ গ্রামে নিয়ে আসে। পরদিন গতকাল শুক্রবার বাদ জুমা দুলালপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে রুবেল ও সুমন দুই ভাইয়ের লাশ দাফন করা হয়।

সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়