শিরোনাম

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বাসভবন সিলগালা

আসাদুজ্জামান বাবুল : বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নুর উদ্দিন আহম্মেদ শুক্রবার রাত সাড়ে ৮টায় এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসার ড. মো. নুর উদ্দিন আহম্মেদ বলেন, বেলা ১১টায় এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তের পর ভিসির বাসভবন সিলগালা করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবিতে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল- মিটিং ও অনশন কর্মসূচি পালন করেন। আন্দোলনচলাকালীন হঠাৎ করে উপাচার্য অসুস্থ পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরদিন সোমবার ভিসি পদ থেকে তিনি পদত্যাগ করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।

আন্দোলন চলাকালীন অরক্ষিত হয়ে পড়ে গোটা বিশ^ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসহ উপাচার্যের বাসভবন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়