শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

সাইফুর রহমান : শ্রীনগর থেকে ১৩০ কিলোমিটার দূরে অরণ্যঘেরা একটি গ্রামের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করে তাদের ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে আবস্থিত এই ‘জাবদা বাতাদ’ নামের এই গ্রামটি সীমান্ত বেড়া থেকে মাত্র ৮শ মিটার দূরে অবস্থিত। এই গ্রামের বাসিন্দারা এর আগেও পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেল এবং গুলির আঘাতে নিহত এবং আহত হয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। ওই গ্রামের বাসিন্দারা জানান, ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর থেকে গোলাগুলি তীব্র আকার ধারণ করেছে। ইয়ন

আলম দীন নামের এক বাসিন্দা জানান, ‘বিগত কয়েক বছর ধরে পরিস্থিতি এমনই রয়েছে, কখনো আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে নয়তো কেউ আহত-নিহত হয়েছে, নয়তো গবাদি পশু মারা গেছে। তিনি আভিযোগ করেন, সম্প্রতি তার ঘরের টিনের চালে ১২০ মিলিমিটারের মর্টার শেল আঘাত হেনেছে। ঘরের চাল ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে ঘরে থাকা তার স্ত্রী-সন্তান বেঁচে যান বলেও জানান তিনি। দোদু নামে আরেক বয়োবৃদ্ধ বাসিন্দা জানান, তিনি ২০০৩ সালে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেলের হামলায় পা হারিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি হলেও পাকিস্তান বিভিন্ন সময়ে এই চুক্তি লঙ্ঘন করায় সব সময় আতঙ্কে থাকেন তারা। ওই অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষায় উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কার নির্মাণেরও দাবি জানান তারা।

এদিকে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনে বুধবার পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করেছে পাকিস্তান। এর আগে মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ভারতীয় সেনার মর্টারশেলের আঘাতে ৫০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। যদিও ভারত পাকিস্তানকে বার বার ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়