শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার বড় জয় নিয়ে প্রস্তুতি পরিপূর্ণ করতে চায় জামাল ভূঁইয়ারা

আক্তারুজ্জামান : ২০২২ কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের কঠিন সময় চলছে বাংলাদেশের ফুটবলে। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে সে মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে বাংলাদেশ খেলবে কাতারের বিরুদ্ধে। এর পাঁচদিন পর কলকাতায় ভারতকে মোকাবেলা করবে জামাল ভূইয়ারা। যার আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে ভুটানকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। দুই ম্যাচের প্রথম লড়াইয়ে ভুটানকে ৪-১ গোলে হারানোর পর আগামীকাল কৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা।

গত ম্যাচের মাঠ ছিলো কর্দমাক্ত। যা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভুটানের কোচ একটু আক্ষেপ করেছিলেন। আজ যদি এরকম পরিবেশ হয় তবে ম্যাচ কেমন হবে সেটা বলা মুশকিল। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে ভুটান (১৮৫)। পরপর দুই ম্যাচে র‌্যাংকিংয়ের উপরে থাকা দলকে হারাতে পারলে নিজেদের অবস্থান যে একটু শক্ত হবে সেটা বলায় যায়।

প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। জাতীয় দলের ‘মিস মাস্টার’ খ্যাত এই স্ট্রাইকার যে ফর্মে আছেন সেটা দলের জন্য আসলেই বড় নিয়ামক। ওইদিন ম্যাচ শেষে খুব জীবন বলেছিলেন, ‘জাতীয় দলে অনেক গোল মিস করায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আমার বিশ্বাস ছিল একবার গোল পেলে আর সমস্যা হবে না। আজ সেই গোলটা পেয়ে গেলাম। এখন থেকে আমি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারব।’ সুতরাং আজ আরও আত্মবিশ^াসী জীবনের দেখা মিলতে পারে।

জয় দিয়ে প্রস্তুতি শুরু করা জামাল ভূঁইয়ারা কালও জিততে চাইবে। ভুটানের বিরুদ্ধে গোলের রাস্তা চেনা হয়েছে ইব্রাহিম-সুফিলদের। বাংলাদেশ দল তাই যতটা সম্ভব বেশি গোল করতে চাইবে আজ। প্রথম ম্যাচ জেতায় বড় সুযোগ তৈরি হয়েছে। তবে প্রথম ম্যাচে জিতে বৃহস্পতিবার নির্ভার থাকার সুযোগও নেই এতোটুকু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়