শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট :  দীর্ঘদিন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র, দুর্নীতিতে দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলের সংসদীয় দলের মুখপাত্র হারুন অর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিন সংসদ সদস্য হারুন অর রশীদ, উকিল আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম। এক ঘণ্টার বেশি সময় তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে বের হয়ে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাতের সময় দলের সংসদ সদস্যরা দেশের গণতন্ত্র ও দলের অবস্থা তুলে ধরেন। এসময় খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে জানান সাংসদ হারুন।

খালেদা জিয়া সাংগঠনিক বিষয়ে এবং নেতাকর্মীদের কোনো বার্তা দিয়েছেন কিনা- জবাবে হারুন অর রশীদ বলেন, ‘সাংগঠনিক বিষয়ে উনি খোঁজ খবর নিয়েছেন। উনাকে আমরা বলেছি, ম্যাডাম গত এক মাসে সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগে সভা-সমাবেশ হয়েছে সরকারের অনেক বাধা বিপত্তির পরেও লক্ষ লক্ষ মানুষ এসব সমাবেশে যোগদান করেছে। আল্লাহর রহমতে সাংগঠনিক অবস্থা যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি তাতে উনি বললেন-‘তোমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করো। দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে মানুষ যেন মুক্তভাবে চলাফেরা করতে পারে, ভোটাধিকার ফিরে পায় তার জন্য তোমরা কাজ করো।’’

হারুন আরও বলেন, ‘আমরা তিন জন হাসপাতালে ম্যাডামকে দেখতে আসছিলাম। এটা খুব বেদনাদায়ক, পীড়াদায়ক ও বেদনাদায়ক এটা ভাষায় প্রকাশ করার মতো না। এ বয়সে আমি মনে সরকারের চরম জুলুমের বহিঃপ্রকাশ এটি ভাষায় প্রকাশ করা যাবে না। উনি চরম অসুস্থ এবং উনি ওনার নিজের খাওয়াটাও খেতে পারেন না। নিজের কাপড়টাও উনি নিজে পড়তে পারেন না, এ অবস্থায় ওনাকে বন্দি রাখা কত বড় অমানবিক, উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরা আমাদের চোখে পানি ধরে রাখতে পারিনি।’

ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়