শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিয়াস উদ্দিন আল মামুনকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সেলিম

সুজন কৈরী : অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের গুলশানের বাসা ও বনানীর কার্যালয়ে অভিযান চালিয়ে ৪৮টি বিদেশি মদের বোতল, নগদ ২৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা, বাংলাদেশি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা সমমূল্যের ২৩ দেশের বৈদেশিক মূদ্রা, তিনটি ব্যাংকের ৩২টি চেকবই, ১২টি পাসপোর্ট, ল্যাপটপ-ডেস্কটপ, অনলাইনে ক্যাসিনো খেলার মূল সার্ভার, দুটি হরিণের চামড়া এবং পাঁচটি মাস্টারকার্ড জব্দ করা হয়েছে। এর মধ্যে গুলশানের বাসা থেকে প্রায় ৮ লাখ টাকা ও বনানীর অফিসে ২১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। অভিযানকালে মো. আক্তারুজ্জামান ও মো. রোমান নামের সেলিমের আরো দুই সহযোগীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে থাইল্যান্ডে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিমকে আটক করে র্যা ব-১। পরে জিজ্ঞাসাবাদের পর সেলিমকে নিয়ে সোমবার সন্ধ্যা থেকে গুলশানের দুই নম্বর অ্যাভিনিউয়ের ৯৯ নম্বর সড়কের ১১/এ নম্বর বাড়িতে অভিযান শুরু করে র্যা্ব। বাড়িটিতে সেলিম পি২৪ গ্যাম্বলিং নামক অনলাইন ক্যাসিনো চালাতেন। আর মঙ্গলবার দুপুরে সেলিমের বনানীর কার্যালয়ে অভিযান চালায় র্যানব।

অভিযান শেষে র্যা ব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অপারেশন সারাদিনব্যাপী পুনঃনিরীক্ষা করাসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আমরা তিনজনকে আটক করেছি। আমাদের একটি সাইবার মনিটরিং সেল রয়েছে। সেই সেলের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীর অনলাইনে ক্যাসিনো গেমিংয়ে নিয়োজিত থাকার বিষয়ে আমরা জানতে পারি। এ অনলাইন গেমিংয়ের প্রধান সমন্বয়ক সেলিম। তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা তাকে বিমান থেকে নামিয়ে আনি।’

‘প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তার গুলশানের বাসায় অভিযান চালানো হয়। পরে বনানীর কার্যালয়েও অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি স্থান থেকে বিদেশি মদ, বিপুল পরিমাণ নগদ টাকা ও ২৩টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা, তিনটি ব্যাংকের চেক জব্দ করা হয়।’

সারোয়ার বিন কাশেম বলেন, ১৯৭৩ সালে ঢাকায় জন্ম নেয়া সেলিম প্রধান তার ভাইয়ের হাত ধরে ১৯৮৮ সালে জাপানে চলে যান। সেখানে ভাইয়ের সঙ্গে গাড়ির ব্যবসা শুরু করেন। জাপানিদের সঙ্গে সম্পর্কের পর সেখান থেকে থাইল্যান্ডে আসেন। সেখানে শিপইয়ার্ডের ব্যবসা শুরু করেন। জাপানিদের মাধ্যমে উত্তর কোরিয়ার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। যার নাম মিস্টার দু। এ মিস্টার দু সেলিমকে বাংলাদেশে কনস্ট্রাকশন সাইট খোলা ও অনলাইন ক্যাসিনো খেলার পরামর্শ দেন। সেই সূত্রে সেলিম প্রধান ২০১৮ সালে টি-২১ ও পি২৪ নামক অনলাইন গেমিং সাইট চালু করেন। এর মূল কাজ হচ্ছে, টাকার মাধ্যমে খেলা। জব্দকৃত কাগজপত্র ও সার্ভার পর্যালোচনা করে দেখা গেছে, অনলাইনে খেলার মাধ্যমে তাদের প্রতিমাসে ৯ কোটি টাকা আয় হতো। ওই কোরীয় ও সেলিমের ৫০-৫০ অনুপাতে লাভের টাকা ভাগের চুক্তি হয়েছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারওয়ার বিন কাশেম বলেন, এসব টাকা সিলং ব্যাংক, যমুনা ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্টে জমা হতো। সেলিম বর্তমানে কারাগারে থাকা ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি মামুনকে একটি বিএমডব্লিউ গাড়িও উপহার দিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এছাড়া সেলিম বিভিন্ন সময় লন্ডনে টাকা পাঠিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তবে লন্ডনে কোথায় কার কাছে পাঠাতেন তা সমীক্ষা করে জানানো হবে।

সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে মানিলন্ডারিং, মাদকদ্রব্য ও ফরেন কারেন্সি অ্যাক্ট এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়