শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজমুলের চ্যালেঞ্জের জবাব দিলেন সাংবাদিক সাইদুল

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের লন্ডনে বিভিন্ন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমাদের সময় ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলামের এক অনুসন্ধানী প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়। এর জের ধরে নাজমুল আলম তার ফেসবুকে সাইদুলকে চ্যালেঞ্জ জানিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, "যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে চ্যালেঞ্জ গ্রহন করুন।" এর জবাবে আজ লন্ডন সময় সকাল ১০ টার সময় সাইদুল ইসলাম তার ফেসবুকে নাজমুল আলমের চ্যালেঞ্জ গ্রহণ করেন, সেইসঙ্গে তার অশালীন ভাষারও প্রতিবাদ করেন। নিম্নে সাংবাদিক সাইদুলের স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো।

"লন্ডনে ছয়টি কোম্পানির মালিক নাজমুল ; প্রায় দশ কোটি টাকার বিনিয়োগ" শিরোনামে গতকাল আমার এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের অভিযুক্ত ব্যাক্তি প্রতিবেদনটি প্রকাশের পর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর কোম্পানির মূলধনের বিষয়ে প্রদত্ত তথ্যের জন্য আমাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, আমি যদি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকি তাহলে যেন তাঁর চ্যালেঞ্জ গ্রহন করি। আমি উনার অশ্রাব্য ভাষার তীব্র প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ গ্রহন করলাম। কারন দীর্ঘ দুই সপ্তাহের অনুসন্ধানে ও বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সাথে আলাপের মাধ্যমে অকাট্য প্রমানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছি। সুতরাং আমার সততা, নিষ্টা আর বিবেকের তাড়নায় বুক চেতিয়ে সামনে এগিয়ে যাওয়াই আমার নেশা।

একই সাথে তিনি আমার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা না নিয়ে ক্ষমা করে দেওয়ার কথাও বলেছেন। আমি হয়তো এ্যাসাইলাম নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছি, এমনটিও তিনি বলেছেন। আমার পরিবারের পেটে লাথি মারতে চান না বলেও তিনি মহানুভবতা দেখানোর চেষ্টা করেছেন। এমন দৃষ্টতা দেখানোর জন্য আমি উনাকে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। কারন আমি একজন পেশাদার সংবাদকর্মী। সুতরাং সততাকে কোন অপশক্তির সামনে সমর্পন করার প্রশ্নই আসে না। আর দেশের মর্যাদা ক্ষুন্ন করে কখনো নিজের আখের গোচাতে চাই না। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, কিংবা দেশ থেকে পালিয়ে এসে, দেশের বিরুদ্ধে বদনাম করে পরদেশে আশ্রয় নেব এসব কল্পনারও অতীত। বিগত নয় বছর থেকে বাবার সম্পত্তি বিক্রি করে সম্পূর্ণ বৈধ ভাবেই যুক্তরাজ্যে বসবাস করছি। এ্যাসাইলাম তো তারা নেয়, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে যায়।

প্রিয় পাঠক, এই পোস্টের প্রথম কমেন্টে দেখতে পাবেন উনার কোম্পানির ক্যাপিটাল মানি বা মূলধনের বিবরন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়