শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর ইস্যুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্করের বক্তব্যের সময় অনুপস্থিত কুরেশি

রাশিদ রিয়াজ : বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও ছড়িয়ে পড়লে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সংঘাত। আগাম কোনও ঘোষণা ছাড়াই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্বোধনী বক্তব্যের সময় গরহাজির রইলেন। তবে জয়শঙ্কর ওই সম্মেলন ছেড়ে চলে যাওয়ার পরে অবশ্য সেখানে পৌঁছান কুরেশি। তারপরেই শাহ মেহমুদ কুরেশি ঘোষণা করেন যে তার দেশ কাশ্মীর-এর অবরুদ্ধ অবস্থা স্বাভাবিক না করা পর্যন্ত ‘ভারতের সঙ্গে কোনও সম্মেলনে একসঙ্গে যোগ দেবে না, জড়িত থাকবে না’। পিটিআই

সার্কের ওই বৈঠকের পরে এস জয়শঙ্কর টুইট করেছেন, ‘আমাদের সামনে প্রকৃতঅর্থেই কেবল সুযোগ হাতছাড়া করাই নয়, ইচ্ছাকৃত বেশ কিছু বাধাও রয়েছে। সন্ত্রাসবাদ তাদের মধ্যে অন্যতম। আমাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদকে সমস্ত রূপে নির্মূল করা কেবল পূর্ববর্তী শর্তই নয় এটা আবশ্যিক। আমাদের নিজেদের অঞ্চল নিজেদের বেঁচে থাকার জন্য কেবল ফলপ্রসূ সহযোগিতার প্রয়োজন’।

গত ৫ আগস্টে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই তা নিয়ে ঘোরতর আপত্তি জানিয়ে আসছে প্রতিবেশী দেশ পাকিস্তান। তবে ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন, আন্তর্জাতিক দুনিয়ায় এই ইস্যুটি নিয়ে ভারতের বিরুদ্ধে সুর গরম করলেও অন্য দেশগুলির থেকে সেভাবে কোনও সমর্থন মেলেনি। ইমরান বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হতাশ...তারা মোদীর উপর কোনও রকম চাপ সৃষ্টি করছেন না। আমরা যদিও ক্রমাগত এই চাপ দিতেই থাকবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়