শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধশতাব্দি পর মালিকানা বদলালো নিউইয়র্ক ম্যাগাজিনের

নূর মাজিদ : দীর্ঘ এই সময় ধরে নিউইয়র্ক শহরের নামী, বেনামি, মেধাবি আর কুখ্যাত সব মানুষের চরিত্রকে নিপুণ লেখন শৈলীর মাধ্যমে তুলে ধরেছে এই ম্যাগাজিনটি। নামটাও ধারণ করেছে শহরটির। সেই ধারাবাহিকতা আগামী দিনে কোন পর্যায়ে যায় সেটাই এখন লক্ষণীয়, কারণ গত মঙ্গলবার নিউইয়র্ক ম্যাগাজিন কেনার সম্মতি দিয়েছে ভক্স ডিজিটাল মিডিয়া। পুঁজিবাজারে বিদ্যমান ভক্সের শেয়ার দেয়ার মাধ্যমে ম্যাগাজিনের মূল কোম্পানি নিউইয়র্ক মিডিয়াকে অধিগ্রহণ মূল্য পরিশোধ করেছে ভক্স। এর মাধ্যমে আনুষ্ঠানিক অধিগ্রহণ স¤পন্ন হলেও চুক্তিটির আর্থিকমূল্য উভয়পক্ষই গোপন রেখেছে। খবর : নিউইয়র্ক টাইমস, এক্সিওজ।

ওয়াশিংটনভিত্তিক ভক্স ডিজিটাল মিডিয়া কো¤পানি অনলাইন পাঠকের কাছে স্বনামেই বিখ্যাত। গণমাধ্যম, রাজনীতি, মানবাধিকার, বিদেশ নীতিতে ইত্যাদি প্রায় সকল বিষয়েই তাদের উপস্থাপনা অন্য গণমাধ্যমের থেকে স্বতন্ত্র। ভক্স মিডিয়ার মালিকানায় এখন রয়েছে দ্য ভার্জ, ইটার, কার্বড, রিকোড, পলিগন এবং এসবি নেশনের মতো বহুল পঠিত অনলাইনগুলো। প্রযুক্তি, রসনাবিলাস, খেলাধুলা ইত্যাদি বিষয়েও তাদের বৈচিত্রপূর্ণ প্রতিবেদনের সমাহার পাঠক আকর্ষণের মূল কারণ। এদিকে সাম্প্রতিক অধিগ্রহণ চুক্তির প্রেক্ষিতে পাক্ষিক নিউইয়র্ক টাইমস এবং ভক্স এক যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে মূলত আমরা একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করেছি। নিজ নিজ শক্তিকে কাজে লাগিয়ে এখন আমরা দৃষ্টিনন্দন মুদ্রিত ম্যাগাজিন, ওয়েবসাইট এবং অডিও পোডকাস্ট সাম্রাজ্য স্থাপন করব। আরো থাকবে বেশ কয়েকটি অনলাইন টেলিভিশন স্ট্রিমিং। অধুনাযুগের গণমাধ্যম ব্যবসায়ে এই মডেল খুবই কার্যকর হবে, বলেও তারা আশা প্রকাশ করে।

আলোচিত অধিগ্রহণ, খরচ কমিয়ে গুণগত সাংবাদিকতা বৃদ্ধির সহায়ক হবে বলেই তাদের আশা। নিউইয়র্ক মিডিয়ার শীর্ষ নির্বাহী পামেলা ওয়াসেরস্টেইন বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটা এক সুবর্ণ সুযোগ। (আর্থিক মুনাফার) প্রয়োজনের কথা মাথায় রেখে এই অধিগ্রহণে আমরা সম্মতি দেইনি, বরং উচ্চাকাংখাই আমাদের প্রেরিত করেছে।’ সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়