শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫২ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে জঙ্গি সন্দেহে এক বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে আচমকা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৫ বেসামরিকের মৃত্যু হয়েছে। অধিকারডটনিউজ

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, মুসা কালা জেলার খাকসার এলাকায় রোববার রাতে পরিচালিত এ অভিযানের ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৪ তালিবান সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ পাকিস্তানি ও এক বাংলাদেশি রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করার লক্ষে্য সক্রিয় একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে’ ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সরবরাহ ও সরঞ্জামের বিশাল গুদাম ধ্বংস করা হয়।

স্থানীয় প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেছেন, রবিবার রাতে প্রদেশটির মুসা কালা জেলার খাকসর এলাকায় সরকারি বাহিনীর চালানো হামলায় এখন পর্যন্ত ৩৫ বেসামরিক নিহত ও আরও প্রায় ১৩ জন আহত হন। এতে হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হামলায় মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়