শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে সমাবেশের অনুমতি পেলো না বিএনপি

নিউজ ডেস্ক : পু‌লি‌শি বাধা ও নেতাকর্মী‌দের গ্রেফতার-হয়রা‌নির অ‌ভি‌যো‌গের ম‌ধ্যেও সকল প্রস্তুতি নেওয়ার পর সি‌লেটে বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ অ‌নিশ্চয়তার মু‌খে প‌ড়ে‌ছে।

সোমবার রাত ৮টার পর মহানগর পু‌লি‌শের পক্ষ থে‌কে বিএন‌পি‌কে জানানো হয়- নগরীর রেজিস্ট্রারি মা‌ঠে সমা‌বেশ কর‌া যা‌বে না। অবশ্য বিএন‌পি ইন‌ডো‌রে সমা‌বেশ কর‌তে পা‌র‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মহানগর পু‌লি‌শের মুখপাত্র অ‌তি‌রিক্ত উপ কমিশনার জেদান আল মুসা। সমকাল

এদিকে মঙ্গলবার দুপুর ২টায় রেজিস্ট্রারি মা‌ঠে সমা‌বেশ কর‌তে মঞ্চ তৈ‌রিসহ সা‌র্বিক প্রস্তু‌তি নি‌য়ে‌ছে বিএন‌পি। এই সমা‌বে‌শে বি‌এনপি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তৃতা করার কথা র‌য়ে‌ছে। সি‌লেট বিভাগীয় বিএন‌পির উ‌দ্যে‌া‌গে এই সমা‌বে‌শে দ‌লের স্থায়ী ক‌মি‌টির একা‌ধিক সদস্য ও কেন্দ্রীয় নেতারাও থাক‌বেন ব‌লে জানা‌ গেছে। এজন্য সা‌র্বিক প্রস্তু‌তি নেওয়ার পর রেজিস্ট্রারি মা‌ঠে সমা‌বেশ না কর‌তে পারার নি‌র্দে‌শে বিএন‌পি নেতাকর্মী‌দের ম‌ধ্যে ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মহানগর পু‌লি‌শের উর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, জনদু‌র্ভোগ ও নিরাপত্তা হু‌ম‌কির জন্য বিএনপিকে ইন‌ডো‌রে কর্মসূ‌চি পালন কর‌তে বলা হ‌য়ে‌ছে।

সি‌লেট জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক আলী আহমদ ক্ষোভ প্রকাশ করে ব‌লেন, 'রাজ‌নৈ‌তিক কর্মসূচি পালন কর‌তে পু‌লিশের অনুম‌তি নি‌তে হ‌বে কেন? তারপরও আমরা তা‌দের অ‌ব‌হিত ক‌রে‌ছি। রে‌জিস্টা‌রি মা‌ঠে সমা‌বে‌শের মঞ্চ তৈ‌রি কর‌তে গি‌য়ে পু‌লি‌শি বাধায় তা ছোট করা হ‌য়ে‌ছে। সমা‌বেশস্থ‌লে আইনশৃঙ্খলা বা‌হিনী সি‌সি‌টি‌ভিও লা‌গি‌য়ে‌ছে।'

রাত সাড়ে ১০টার সময় এই রি‌পোর্ট লেখার সময় উদ্ভুত প‌রি‌স্থি‌তি‌তে জরুরী ‌বৈঠকে ব‌সে‌ছেন বিএন‌পির দা‌য়িত্বশীল নেতারা। নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক একজন নেতা সমকাল‌কে ব‌লেন, 'অন্তত প‌ক্ষে পিছু হট‌ছি না, তা বল‌তে পা‌রেন।'

এ‌দি‌কে যে‌কোনো ধর‌নের অপ্র‌ী‌তিকর ঘটনা এড়া‌তে আইনশৃঙ্খলা বা‌হিনী প্রস্তুত র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মহানগর পু‌লি‌শের একাধিক কর্মকর্তা।

এএস/.......

  • সর্বশেষ
  • জনপ্রিয়