শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের নবনির্বাচিত নেতৃত্বের কার্যক্রমের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন আদালত

নিউজ ডেস্ক: ছাত্রদলের নবনির্বাচিত নেতৃত্বের কার্যক্রমের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। তা ছাড়া আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত এই আদেশ দেন।প্রথম আলো।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন। তবে আজ বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে নবনির্বাচিত এ নেতৃত্বের কার্যক্রম ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে ১২ সেপ্টেম্বর আগের কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক আমান উল্লাহ ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন। তখন শুনানি নিয়ে আদালত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন। পাশাপাশি বিএনপির মহাসচিবসহ ১০ জন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ স্থগিতাদেশের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়