শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্ডিংয়ে মুশফিকের চেয়ে লিটন ভালো, বললেন কোচ ডোমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ থেকে উইকেটের পিছনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দেশ সেরা কিপার মুশফিকুর রহিম। বিশ্বকাপে সেটার খেসারতও দিতে হয়েছে। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও তার কিছু ভুল সমালোচনা কুড়িয়েছে। তবুও এই মুহূর্তে উইকেটরক্ষণে পরিবর্তন আনার কোনো সম্ভাবনা নেই, জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সূত্র : বিডিক্রিক টাইম

সিরিজের ফাইনাল ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। এই ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন কেন মুশফিককে সরানো হচ্ছে না উইকেটরক্ষণ থেকে।

নিয়মিতই একাদশে খেলে যাচ্ছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস, যিনি ফিল্ডার হিসেবে কোচের দৃষ্টিতে ‘দারুণ’। আর তার ফিল্ডিংয়ের ‘গুণে’র কারণেই কোচ তাকে উইকেটরক্ষকের গ্লাভস পরাতে নারাজ। এও স্বীকার করে নিলেন ফিল্ডার হিসেবে মাঠে মুশফিকের চেয়ে লিটনই ভালো।

ডোমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে কিপিংয়ে কোনো পরিবর্তন আসছে না। লিটন মাঠে ফিল্ডিংয়ে যে অবদান রাখছে তাতে আমরা খুশি। সে দারুণ একজন ফিল্ডার। আমি মনে করি সে মুশফিকের চাইতেও ভালো ফিল্ডিং করে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে দলে ভালো ফিল্ডার রাখা ডোমিঙ্গোর কাছে গুরুত্বপূর্ণ, কারণ এতে একটু হলেও কমে যায় প্রতিপক্ষের সংগ্রহ। মুশফিকের ভুলত্রুটি একপাশে রেখে করেছেন প্রশংসাও।

ডোমিঙ্গো বলেন, ‘আমার কাছে দলে ভালো ফিল্ডারদের রাখা গুরুত্বপূর্ণ। লিটন, আফিফ, শান্তর মত ফিল্ডাররা প্রতিপক্ষের ৫-৬ রান আটকে দিতে পারে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এটা খুবই গুরুত্বপূর্ণ। লিটন ফিল্ডার হিসেবে দারুণ। মুশফিক কিছু সুযোগ হাতছাড়া করেছে। তবে সে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। উইকেটের পেছনে থেকে সে ফিল্ডিং সম্পর্কে ভালো ধারণা দিতে পারে অধিনায়ককে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়