শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬১ জন

তাসকিনা ইয়াসমিন : এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ১৪৩ জন। ঢাকার বাইরে আক্রান্ত ৩১৮ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৫,২৮৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৩০৬৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২০১৮ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৮৬১ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ১,১৫৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৬ জন, মিটফোর্ড হাসপাতালে ১৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন।

তিনি জানান, মানিকগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ১৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়া জেলায় ২৮ জন, যশোর জেলায় ৩৮ জন, সাতক্ষীরা জেলায় ১৮ জন, পিরোজপুর জেলায় ১৬ জন।

তিনি জানান, ১৮ জেলায় নতুন করে কারো ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়নি। জেলাগুলো হচ্ছে - মৌলভীবাজার, সিলেট, বরিশাল, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, গাজীপুর ও মুন্সিগঞ্জ।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২০৩ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১১৬ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৬৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়