শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ কথায় নয়-কাজে বিশ্বাস করে, বললেন ধর্ম প্রতিমন্ত্রী

রফিক আহমেদ : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো: আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। দেশের উন্নয়ন কর্মকান্ডে সরকার আলেম সমাজকে আরও বেশি সম্পক্ত করতে চায় ।

শনিবার বিকাল ৩টায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মসজিদের বাংলাদেশি ইমাম, খতীবদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার জায়গা দেয়াসহ মুসলমানদের উন্নয়নে তার গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ওলামা-মাশায়েখদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় প্রবাসী ওলামা মাশায়েখগণ আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করে সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমাদের দেশের বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষিত প্রবাসী রয়েছেন যারা খতীব, ইমাম, মুয়াজ্জিন, অনুবাদক, খাদেম হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, কুয়েত ও কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাথে সাথে বাংলাদেশের ভাবমুর্তি উন্নয়নেও তারা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলাম ও ওলামা মাশায়েখ বান্ধব। এই বাংলাদেশসহ প্রবাসী সকল ওলামা মাশায়েখগণের সাথে সু-সম্পর্ক গড়ে তুলছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্বীকৃতি দিয়ে মাস্টার্স এর সমমান দিয়েছেন। শরীয়ত বিরোধী কোন আইন না করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করছেন।

সংযুক্ত আরব আমিরাতের আল-আইন প্রদেশের কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মীর কামাল, মাওলানা নুরুল কবির, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আজিজুল্লাহ ও মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়