শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে ব্লাড ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব সিএমএল দিবস ২০১৯ উদযাপিত

তাসকিনা ইয়াসমিন : রোববার ২২ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ সকালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে ব্লাক ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব সিএমএল দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর বটতলাতলা থেকে একটি জনসচেতনামূলক র‌্যালি বের হয় এবং র‌্যালিপূর্বক একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম ইউনুসের সভাপতিত্বে ও সোসাইটির মহাসচিব ও বিএসএমএমইউ-এর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরো বক্তব্য রাখেন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. ফখরুদ্দিন ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. অখিল চন্দ্র বিশ্বাস, ক্যান্সার হাসপাতালের ডা. একেএম মাইনুল ইসলাম, সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা দিবসটির সফলতা কামনা করে সিএমএল মুক্ত বিশ্ব গড়তে রোগী, চিকিৎসক ও সাধারণ মানুষ সবাইকে নিয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সিএমএল (Chronic Myelogenous Leukemia-CML) হলো এক ধরনের ব্লাড ক্যান্সার যা কোনো জটিলতা ছাড়াই মুখে খাওয়ার ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। মূলত জিনগত ক্রটির কারণে এই রোগ হলেও ভেজাল খাদ্য, ক্ষতিরকারক বিকিরণ (রেডিয়েশন), ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার এই রোগের অন্যতম কারণ। ভেজাল খাদ্য প্রতিরোধসহ বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করা ও দুষণমুক্ত পরিবেশে মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়