শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে জিততে আত্মবিশ্বাসকে প্রাধান্য দিচ্ছেন মোসাদ্দেক

রাকিব উদ্দীন : আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে আসলো টাইগাররা। সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজে গতকাল আফগান-বধ করলো বাংলাদেশ। আর এ জয় ফাইনালের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে বলে মনে করেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তিনি বলেন, ‘জয় সবসময়ই আত্মবিশ্বাস যোগায়। আমরা একটা মোমেন্টাম পেয়েছি। ওদের সঙ্গে কীভাবে খেলতে হবে। আগেই বলেছিলাম, ক্যালকুলেটিভ খেলতে হবে। সেটা করতে পেরেছি। আশা করিও ফাইনালেও ধরে রাখতে পারব।’

ফাইনাল অবশ্য অন্য ম্যাচগুলোর চেয়েও কঠিন হবে- এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যদি পাঁচটা ম্যাচ ধরে জিততে থাকেন তাও ফাইনাল কিন্তু ফাইনালই। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। এদিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে, আমরা একটা ম্যাচ বেশি জিতেছি। আমরা যে প্রক্রিয়ায় খেলে যাচ্ছি আমাদের সেখানেই থাকা উচিত।’

‘ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। তবে জয় সবসময় আত্মবিশ্বাসী করে। শেষ দুটি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে ট্রফি জেতা কঠিন কিছু না।’ বলেন মোসাদ্দেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়