শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান শিবিরে দুঃসংবাদ, ফাইনালে রশিদের খেলা নিয়ে শঙ্কা

শিউলী আক্তার : গতকাল শেষ হয়েছে ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বের ম্যাচ। আগামী ২৪ তারিখ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে এই সিরিজের ফাইনাল ম্যাচ। তার আগে দুঃচিন্তার ভাঁজ পড়েছে আফগানিস্তান শিবিরে। আফগান অধিনায়ক রশিদ খান খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্র : ক্রিকইনফো

শনিবার চট্টগ্রামের সাগিরকায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্টিংয়ে চোট পান রশিদ। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে রান থামাতে গিয়ে এই চোট পান তিনি। ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ছাড়েন আফগান অধিনায়ক। পড়ে এই চোট নিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। খুুঁড়িয়ে খুঁড়িয়ে ৩ ওভার বোলিং করে বাংলাদেশের ২ উইকেটও তুলে নিয়েছেন। যদিও ম্যাচটি নিজেদের করে নিতে পারেননি। ৪ উইকেটে হেরেছে তারা।

তবে এই চোট গুরুতর না হলেও ফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও ফাইনাল ম্যাচ হতে আরো তিন বাকি আছে। এই সময়ে তাকে পর্যবেক্ষণে রেখে মাঠে নামার আগে পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন, দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না ও (রশিদ) ফাইনালে থাকবে কি না। আপাতত সে ভালো আছে, দেখা যাক কী হয়। তাকে সুস্থ করে তুলতে দুই বা তিন দিন পাচ্ছি আমরা। আমাদের প্রার্থনা থাকবে, তার চোট যেনো গুরুতর না হয়। ও আমাদের অধিনায়ক। আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবো। শেষ সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়