শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সাকে হারিয়ে দিলো গ্রানাডা

স্পোর্টস ডেস্ক : লা লিগায় গ্রানাডার তুলনায় শক্তিশালী দল ছিলো বার্সেলোনা। কিন্তু সেই দলই গ্রানাডার বিরুদ্ধে জয় পেলো না। ঘরের মাঠে স্বাগতিক দল বার্সার বিরুদ্ধে ০-২ গোলে জিতে গ্রানাডা। গোল দুটো করেছেন আজিজ এবং ভাদিলো। সূত্র : লা লিগা ফুটবল ওয়েবসাইড।

খেলার শুরুতেই এগিয়ে যায় গ্রানাডা। মেসি বিহীন প্রথমার্ধে বলের দখল থাকলেও শক্তিশালী আক্রমণে যেতে দেয়নি গ্রানাডা। খেলার ২ মিনিটেই আজিজের গোলে লিড পায় গ্রানাডা। দীর্ঘ দূরত্বে দৌড়ে এসে একদম ক্লোজ রেঞ্জ থেকে গোল করে এগিয়ে যায় গ্রানাডা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় গ্রানাডা।

বিরতির পর শুরুতেই মাঠে নামেন মেসি। সদ্য ইনজুরি থেকে ফিরে মেসি তার স্বরূপ প্রদর্শন করতে ব্যর্থ হন। বার্সা বলের দখল রেখে খেললেও অন টার্গেট শট নিতে পারেনি। খেলার ৬৬ মিনিটে পেনাল্টি পায় গ্রানাডা। ভাদিলো স্টেগান কে বোকা বানিয়ে সহজ গোল করে দলকে ২-০ লিড এনে দেন। বাকি সময় অনেক আক্রমণের চেষ্টা চালিয়েও গ্রানাডার ডি বক্সে ঢোকার পূর্বেই তা ধূলিসাৎ হয়ে যায়। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক গ্রানাডা।

এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো গ্রানাডা। ৫ ম্যাচে ৩ জয় এবং ১ টি করে হার ও ড্র নিয়ে ১০ পয়েন্ট গ্রানাডার। সমান ম্যাচে ২ হার, ২ জয় এবং ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট বার্সার। বার্সার অবস্থান ৭ এ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়