শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে আফগানিস্তানকে হারাতে পারলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : ফাইনাল ম্যাচের রিহার্সেল করতে এর চেয়ে ভালো সুযোগ বোধহয় আর হয় না। যাদের বিরুদ্ধে শিরোপা নিষ্পত্তির খেলা হবে তাদেরকে পরখ করে নেয়ার এটাই উত্তম পথ। ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৩৮ রান তোলে সফরকারী আফগানিস্তান। জবাবে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর মধ্যে দিয়ে টানা চার হারের পর জয়ের দেখা পেলো সাকিব আল হাসানরা। সাকিব ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এর আগে দুজন ওপেনার লিটন (৪) ও শান্ত (৫) দলের জন্য কিছু না করেই ফিরে যান। পরে বিপদে পড়া দলের ভার কাঁধে তুলে নেন সাকিব। আর তাকে সঙ্গ দেন মুশফিক। কিন্তু ২৫ বলে ২৬ রান করে মুশফিক ফেরার পর মাহমুদউল্লাহ, সাব্বির ও আফিফ দ্রুত ফিরলে হঠাৎ ছন্দপতন হয় টাইগারদের। কিন্তু মোসাদ্দেককে নিয়ে লক্ষ্য পার করে দল জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। ১২ বলে ১৯ রানের দর্শণীয় ইনিংস খেলেন মোসাদ্দেক।

শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলার ইঙ্গিত দিলেও সেটা বিপজ্জনক হয়নি। দুই আফগান ওপেনার হজরতুল্লাহ ও রহমানুল্লাহ তোলেন ৭৫ রান। এই জুটি ভাঙতে যখন কপালে ভাঁজ পড়ছিলো তখন সাকিব বল তুলে দেন আফিফের হাতে। ব্যাস, কোনো রান না দিয়েই তুলে নেন দুটি উইকেট। সাজঘরে ফেরান ৪৭ রানে ক্রিজে থাকা হযরতুল্লাহকে। পরের বলে বিনা রানেই ফেরেন আসগর। রহমানুল্লাহ ২৯, নজিবুল্লাহ ১৪ ও শফিকউল্লাহ ২৩ রান করেন।

এরপর আর রানের গতি বাড়াতে পারেনি সফরকারীরা। ৯ ওভারে ৭৫ রান তোলা আফগানিস্তান পরের ১১ ওভারে তুলতে পেরেছে মাত্র ৬৩ রান। হারাতে হয়েছে ৭টি উইকেট। আফিফ ৩ ওভার বল করে ৯ রানে শিকার করেন দুটি উইকেট। এছাড়াও সাকিব, মুস্তাফিজ, সাইফউদ্দীন ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়