শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কেন্ত্রীয় চুক্তিতে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। যদিও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় আছেন তিনি। কিন্তু অভিমানে লংগার ভার্সন থেকে বিদায় নিয়েছেন এই অলরাউন্ডার। যদিও একবারে অবসর নেননি। কয়েকদিন পর আবারও ফিরবেন এই ফরমেটে।

ইংলিশ মৌসুমে খারাপ সময় কাটিয়েছেন মঈন আলী। অ্যাশেজের প্রথম টেস্টের পর বাদ পড়েন মইন। তাই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঈন বলেছেন, ‘আমি পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাচ্ছি। গত ৫ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছি এবং ব্যাপারটা কঠিন। টেস্ট ক্রিকেটের গভীরতা বেশি, এ কারণেই বিরতি নিয়েছে এবং দেখা যাক পরবর্তীতে কী হয়।’

কেন্দ্রীয় চুক্তিতে না থাকাতে কোনো আপসোস নেই মঈনের। তবে এখনই লাল বলের ক্রিকেটকে বিদায় বলছেন না তিনি, ‘ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার সম্ভাবনা এখনই নাকচ করে দিচ্ছি না। অনেক কথা বলেছি, চিন্তা-ভাবনা করেছি এটা নিয়ে। নিজের ব্যাটারি আবার চার্জ করতে নিজেকে একটু সময় দিতে চাই, এরপর দেখতে চাই কী ঘটে।’

২০১৪ সালে ইংল্যান্ড দলে অভিষেকের পর এই প্রথম কেন্দ্রীয় চুক্তির কোনো পর্যায় থেকে বাদ পড়লেন মঈন। অবশ্য এ নিয়ে তেমন কোনো চিন্তা নেই তার।

ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্ট খেলা মঈন বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা হতাশার, তবে আমি এটা নিয়ে ভাবছি না। ক্রিকেট কখনোই আমার কাছে টাকার ব্যাপার ছিলো না। আমি সবসময়ই নিজের বিশ্বাসের ওপর নির্ভর করেছি, এবং বিশ্বাস করেছি সব ঠিকঠাক হয়ে যাবে।’

সীমিত ওভারের ক্রিকেটে আপাতত মনযোগী হতে চাচ্ছেন মঈন। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে নিজ দলকে শিরোপা জেতানোর লক্ষ্য এখন এই অলরাউন্ডারের। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নামবে মঈনের দল উরস্টারশায়ার র‌্যাপিডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়