শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে কপাল পুড়লো শাহিন আফ্রিদির, বাদ পড়লেন লঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে

স্পোর্টস ডেস্ক : অবশেষে ঘরের মাঠে ফিরছে ক্রিকেট। সেই শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেই ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যেে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্র : ক্রিকইনফো ওয়েবসাইড।

দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ এবং হাসান আলি। একইসঙ্গে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বে যাওয়ার পর এই প্রথম দল ঘোষণা করলেন মিসবাহ উল হক। অবশ্য ফর্মের কারণে বাদ পড়েননি হাফিজ-হাসান আলিরা। শাহিন আফ্রিদির ডেঙ্গু জ্বর হওয়ার কারণে দলে নেই।

পিঠে ব্যথার কারণে এই সিরিজে খেলবেন না হাসান আলি। অপরদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় স্কোয়াডে নেই মোহাম্মদ হাফিজ। এদের জায়গায় দলে ফিরেছেন ব্যাটসম্যান ইফতিখার আহমেদ এবং স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর করাচিতে। সিরিজের শেষ দুই ওয়ানডে ২৯ সেপ্টেম্বর ও ০৩ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ৯ অক্টোবর। এই সিরিজটি দিয়ে ঘরের মাঠে আবারও ক্রিকেট ফেরাতে চায় পাকিস্তান।
অবশ্য পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১০ লঙ্কান ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও।

মূলত পাকিস্তান সফরে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা। নিয়মিত দুই অধিনায়কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়েছে লাহিরু থিরিমান্নেকে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন দাসুন শানাকা।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান খান শিনওয়ারী ও ওয়াহাব রিয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়