শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো ইংল্যান্ডের কেন্ত্রীয় চুক্তিতে আর্চার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজ দিয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিলো ক্যারিবিয়ান বংশোদ্ভূত জোফরা আর্চরের। এরপর খেলেছেন বিশ্বকাপে। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজ দিয়ে সাদা পোষাকেও অভিষেক হয় তার। এবার সেই সিরিজও নিজের খেল দেখিয়েছেন তিনি। বাকি ছিলো ইংল্যান্ডের কেন্ত্রীয় চুক্তি। গতকাল শুক্রবার সেটাও হয়েছে। সূত্র : ক্রিকইনফো ওয়েবসাইড।

২০১৯-২০ মৌসুমে ইসিবির কেন্ত্রীয় চুক্তিতে আছেন ১০ জন টেস্ট ক্রিকেটার, ১২ জন সীমিত পরিসরের ক্রিকেটার। এদের মধ্যে ছয় ক্রিকেটার আছেন তিন ফরম্যাটেই। আর্চার আছেন তিন ফরম্যাটেই।

অ্যাশেজে ১০ ইনিংসে ৩৯০ রান করা রোরি বার্নস টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন। তার সঙ্গে আছেন জো ডেনলিও। ডেনলি অবশ্য সাদা বলের ক্রিকেটের চুক্তিতে ঢুকেছেন। টেস্ট চুক্তি হারিয়েছেন মঈন আলী ও আলীদ রশিদ। তারা দুজনই তিন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। অ্যাশেজে ব্যর্থ হওয়া জেসন রয় শুধুমাত্র সীমিত পরিসরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এছাড়া অ্যালেক্স হেলস ও ডেভিড উইলি ২০১৯-২০ এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।
ইসিবির কেন্দ্রীয় চুক্তি

টেস্ট: জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।

ওয়ানডে ও টি-টোয়েন্টি : মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, জো ডেনলি, ইয়ন মরগান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়