শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানদের বিরুদ্ধে জয়ের খোঁজে শনিবার আবার মাঠে নামবে সাকিবরা

এল আর বাদল : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের। কাগজে কলমে শনিবারের ম্যাচে গুরুত্ব না থাকলেও দুই দলের ক্রিকেটাররা যেনো অন্তর্জালায় ভুগছে জয়ের জন্য। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের মনকষ্ট একটু বেশিই। চট্টগ্রামে আফগানিস্তানের কাছে টেস্টে শোচনীয় হারের পর মিরপুর স্টেডিয়ামেও ত্রিদেশীয় টি-২০ ম্যাচে একই দলের কাছে হেরে যায় স্বাগতিরা।

জিম্বাবুয়ের কাঁধে ভর করে সিরিজের ফাইনালে উঠে সাকিববাহিনী। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় সিরিজে দ্বিতীয়বার আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। দু’দুবার হারের মনকষ্ট নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের খোঁজে লড়াই করবে লাল-সবুজ দলের ওরা ১১ জন।

ওদিকে আফগানিস্তান চাইছে বাংলাদেশকে হারিয়ে লিগ পর্বে অপরাজিত থাকতে। এই সমীকরণ নিয়ে ধুন্দুমার লড়াই করবে সাকিব আর রশিদ খানের সেনারা। এই দুই দলই আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে খেলবে।

শনিবারের ম্যাচ নিয়ে টাইগার দলপতি সাকিব আল হাসান বরাবরের মতো জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তার কথার সুরে মনে হলো, অধিনায়ক হিসাবে বেশ মনকষ্ট আছে তার। তিনি বললেন, আফগানদের বিরুদ্ধে এখনো জয় পাইনি। একটি ম্যাচ আমাদের জেতা উচিত। এই মুহূর্তে ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে চাই না। আমি চাই লিগ পর্বে অন্তত শেষ ম্যাচটি জিততে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়