শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যামেরুনকে সুচি বলেছিলেন, রোহিঙ্গারা বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক নয়

আসিফুজ্জামান পৃথিল : সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বৃহস্পতিবার প্রকাশিত তার আত্মজীবনীতে প্রচুর পরিমাণ বিস্ফোরক রাজনৈতিক তথ্য ফাঁস করেছেন। এর মধ্যে রয়েছে মিয়ানমারের নেত্রী অং সান সুচির লন্ডন সফরকালে দুজনের আলাপচারিতার বিষয়ও। ইয়াহু নিউজ

স্মৃতিকথায় ক্যামেরুন জানিয়েছেন, ‘মিয়ানমারের নেত্রী অং সান সুচি তাকে বলেছিলেন, ‘রোহিঙ্গারা সত্যিকার বার্মিজ নয়, তারা বাংলাদেশি।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকার সময়ে ডেভিড ক্যামেরুনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মিয়ানমার নেত্রী অং সান সুচির। স্মৃতিকথায় ডেভিড ক্যামেরুন লিখেছেন, ‘২০১৩ সালের অক্টোবরে সুচি লন্ডন সফরে আসলে সবার নজর ছিল মিয়ানমারের মুসলমান রোহিঙ্গাদের ওপর, বৌদ্ধ অধ্যুষিত রাখাইন থেকে তাদের বাস্তুচ্যুত করা হয়েছিলো। সেখানে ধর্ষণ, হত্যা আর জাতিগত নিধনযজ্ঞও সংঘটিত হয়েছিল। আমি তাকে বলেছিলাম বিশ্ব এটা প্রত্যক্ষ করছে।’ তিনি উত্তরে বলেছিলেন, ‘তারা সত্যিকার বার্মিজ নয়। তারা বাংলাদেশি।’

মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সুচির ভূমিকায় নিজের হতাশার কথা আড়াল করেননি ক্যামেরুন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই হতাশা বার্মা থেকে আসছিলো। দীর্ঘ সময় সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচন অনুষ্ঠানের পর আমি মিয়ানমার সফর করেছিলাম। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশটিতে সফরে যাননি। আমি গণতন্ত্রপন্থী সুচির সঙ্গে সাক্ষাত করি, যিনি খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন আর অসাধারণ এক গল্প প্রতিফলিত হতে যাচ্ছে। ১৫ বছরের গৃহবন্দিত্ব থেকে নিজ দেশকে সত্যিকার গণতন্ত্রের পথে পরিবর্তন করতে যাচ্ছেন তিনি। তবে মিয়ানমারের গণতান্ত্রিক পরিবর্তনের প্রতিশ্রুতি ব্যাহত হয় রোহিঙ্গা সঙ্কটের কারণে।’ সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়