শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবদীতে ট্রান্সপোর্টের ট্রাকে আগুন, কোটি টাকার মালামাল ভম্মীভূত

খন্দকার শাহিন : নরসিংদীর মাধবদীতে সাধনা ট্রান্সপোর্ট লিমিটেড একটি মালবাহী ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পুরাতন বাসস্ট্যাস্ট সংলগ্ন রাইন ওকে মার্কেটের সামনে এ আগুনের সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই মালামাল সহ সম্পূর্ণ ট্রাকটি পুড়ে ভস্মীভ‚ত হয়ে যায়। এঘটনায় প্রায় এক কোটি টাকার উপরে মালামাল ভস্মীভ‚ত হয়েছে বলে দাবী করছেন সাধনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও গাড়ির মালিক কাজল মিয়া জানান, ঢাকা থেকে মাধবদী আসা এ ট্রান্সপোর্টের মালবাহী ট্রাকটি ভোর সাড়ে চারটার দিকে রাইন ওকে মার্কেটের পার্কিং করা। সোয়া পাঁচটার দিকে গাড়ীটিতে আগুন লেগেছে বলে এখানের লোকজন তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে। মূহুর্তেই পুরো ট্রাকটিতে থাকা মালামালে ও আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনের তীব্রতা এতটাই প্রখর ছিল যে আগুন ঘটনাস্থলের নিকটবর্তী থাকা মানুষজন এর আশেপাশে যাওয়ার সাহস পায়নি। তাছাড়া একদিকে ভোরবেলা অন্যদিকে গাড়িতে থাকা সম্ভাব্য গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ভয়ে আগুন নেভাতে কউ এগিয়ে আসেনি। ফলে তা ভয়াবহ অগ্নিকান্ডে রুপ নিয়ে পুরো গাড়িতে থাকা মালামাল ভস্মিভ‚ত হয়ে যায়।

সাধনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করছেন গাড়িতে থাকা সালফিউরিক এসিড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িতে আগুন লেগে যে সমস্ত মালামাল পুড়ে ভস্মীভ‚ত হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকার উপরে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়