শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উবারে করে গণভবনে গেলেন ছাত্রলীগের নেতারা

আবুল বাশার নূরু : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার রাতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। যিনি সর্বাধিক ভোটে ডাকসুর এজিএস নির্বাচিত হয়েছিলেন।

বিভিন্ন সময়ে ছাত্রলীগের যারাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হতেন পরক্ষণেই চলতেন বিলাসবহুল গাড়িতে, বিষয়টি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হত।

সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পরেও বিলাসবহুল গাড়িতে ওঠেননি নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য । তারা কর্মীদের বাইকে করেই চলাফেরা করছেন এবং হলেই বসবাস করছেন। প্রটোকল নিয়ে ঘুরছেন না। বিষয়টির প্রশংসা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা বলছেন, এ স্বাভাবিক জীবন-যাপন তাদেরকে অব্যাহত রাখতে হবে। তারা যদি আগের ধারা অনুসরণ করেন তাহলে তাদেরও অবস্থা পূর্বের ন্যায় হবে বলে শঙ্কা সাধারণ শিক্ষার্থীদের।

এই চার নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা স্বাভাবিকভাবেই জীবন-যাপন করবেন।

এদিকে ঢাবি ছাত্রলীগের দায়িত্ব নেয়ার পরে এখনো পর্যন্ত সঞ্চিত এবং সাদ্দামের বিষয়ে কোন ধরনের অনৈতিক সংবাদ কোন সংবাদমাধ্যমে আসেনি এবং শিক্ষার্থীরা অনুসন্ধান করে পাচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়