শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত পাকিস্তানের মধ্যে সংলাপ অপরিহার্য, বললেন জাতিসংঘ মহাসচিব

সাইফুর রহমান : আঞ্চলিক সমস্যার সমাধানে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান মন্তব্য করে ভারত পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সাধারণ অধিবেশন সামনে রেখে কাশ্মীরের সাম্প্রতিক অচলাবস্থা এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই যে ওই অঞ্চলে মানবাধিকারের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। সংলাপই যেকোনো সমস্যার সমাধানে একমাত্র পথ। ইয়ন

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, জতিসংঘের ক্ষমতা কেবল অফিসিয়াল বিবৃতি এবং সমন্বয়ের মধ্যেই সীমাবদ্ধ। কোনো দেশ তা গ্রহণ করলেই কেবল তা বাস্তবায়িত হতে পারে। এদিকে নয়াদিল্লি এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্ততা প্রত্যাখ্যান করে জানায়, লাহোর প্রস্তাব এবং সিমলা চুক্তি অনুযায়ী যেকোনো সমস্যা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

একই সময়ে গুতেরেস চীনের উইঘুর মুসলিমদের সম্পর্কে বলেন, আমি মনে করি না যে আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এনিয়ে কেউ চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। এক্ষেত্রে তিনি বিশ্বের অন্য নেতাদের চেয়েও বেশি সোচ্চার বলেও দাবি করেন গুতেরেস।

১৭ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন শুরু হয়েছে এবং ২৪ সেপ্টেম্বর থেকে উচ্চ পর্যায়ের আলোচন শুরু হবে। সোমবার মহাসচিব জলবায়ু শীর্ষ সম্মেলনে নেত্রত্ব দেবেন এবং সাধারণ পরিষদ ‘ইউনিভার্সাল হেল্থ কাভারেজ’ শীর্ষক একদিনের উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়