শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিফিনের টাকা বাঁচিয়ে এক লাখ বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট : এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার শিক্ষার্থীরা ১ লাখ ৫ হাজার বৃক্ষ রোপণ করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু’টি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।বাংলা ট্রিবিউন

২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামে এক তরুণ ‘এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ’ কর্মসূচি শুরু করেন। গত চার বছর তার এই কর্মসূচিতে সারাদেশের ৭৫০টি স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছে এবং সাড়ে তিন লাখ গাছ রোপণ করা হয়েছে।

গাছ হাতে বাঘার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাচারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবে এবং যত্ম করবে। যেন গাছগুলো তোমাদের সঙ্গে বেড়ে ওঠে।’

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক জানান, বৃক্ষপ্রেমিক জুবায়ের আল মাহমুদের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে একদিনের টিফিনের টাকায় শিক্ষার্থীদের মাঝে ৫৬ হাজার গাছ রোপণের জন্য বিতরণ করা হয়েছে।

গাছ হাতে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাবাঘার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, ‘তোমরা আজ ইতিহাস তৈরি করলে। প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে এই বৃক্ষরোপণ কার্যক্রম যেন অব্যাহত থাকে। তাহলে জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশ রক্ষা পাবে।’

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, জুবায়েরের এই আন্দোলন অত্যন্ত যুগোপযোগী। শিক্ষার্থীরা যদি এই গাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে উপকৃত হবে দেশ। সুফল পাবে জাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়