শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের কাউন্সিলের ভোট গ্রহণ সম্পন্ন, গণনা শুরু

শাহানুজ্জামান টিটু ও শিমুল মাহমুদ :  ভোটগ্রহন শেষে গণনা শুরু করে নির্বাচন পরিচালনা কমিটি। কিছুক্ষণের ভিতরে ঘোষিত হবে নতুন নেতৃত্ব। ৫৩৩ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন কাউন্সিলর ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ছাত্র দলের ষষ্ঠ কাউন্সিল এর ভোটগ্রহণের আগে স্কাইপিতে আবারো কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয় । ৫৩৩ জন কাউন্সিলর এবার ভোটে তাদের প্রিয় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করছেন। ভোট গণনার শুরুতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কাউন্সিলরদের সামনে ব্যালেটবক্স উন্মোচন করেন। দীর্ঘ ২৯ বছর পর ছাত্রদলের এই ষষ্ঠ কাউন্সিলটি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। তারেক রহমান দলের নেতৃত্বে আসার আগে সকল অঙ্গসংগঠনের কমিটিগুলোকে নির্বাচনের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত।

ছাত্রদলের তৃণমূল থেকে আসা কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে যে এই প্রথমবারের মতো তারা তাদের ছাত্র নেতৃত্ব বাছাই করতে পেরে আনন্দিত। এতে করে তৃণমূলের নেতাকর্মীদের কদর বেড়েছে।পাশাপাশি আজকের যারা নির্বাচিত হবেন তারাও ভবিষ্যতে তৃণমূলের নেতাকর্মীদের কে মূল্যায়ন করবেন এবং আগামীতে যারা ছাত্রদলের বা অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে চাইবেন তাদেরকেও এখন থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। বিএনপি'র দলীয় সূত্র জানায়,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নির্বাচনের বিষয়ে। আর ছাত্রদলের এই কাউন্সিলকে তিনি টেস্ট কেস হিসেবে নিয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়