শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের মিয়ানমারের কোথায় রাখা হবে তা সুনির্দিষ্টভাবে জানতে চান প্রধানমন্ত্রী

বেলাল হোসেন : জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে কঠোর অবস্থান নেয়ার কথা বলেছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করে দু’বছর ধরেই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। দু’বার প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ করা হলেও একজন শরনার্থীকেও মিয়ানমারের ফেরত পাঠাতে পারেনি। ফলে জাতিসংঘে নালিশ করে এবং সেখান থেকে সমাধান না এনে বাংলাদেশের কাছে বিকল্প কিছু নেই। বাংলাদেশ মনে করে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর কঠিন চাপ সৃষ্টি করতে হবে। বিবিসি বাংলা

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা সংকটের সমাধান মিয়ানমারের হাতেই বয়েছে। মর্যাদা দিয়ে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নিতে হবে।

প্রধানমন্ত্রী জাতিসংঘে যাচ্ছেন ২২ সেপ্টেম্বর। সেখানে তিনি মিয়ানমার বিরোধী বেশ কিছু প্রস্তাব তুলে ধরবেন। এর মধ্য একটি দাবি হলো, রোহিঙ্গাদের কোথায় পুনবাসিত করা হবে মিয়ানমারকে তা বাংলাদেশেকে দেখতে হবে ইত্যাদি।

বাংলাদেশের জন্য আশার কথা হলো জাতিসংঘে চীন মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা নিয়ে বৈঠকে রাজী হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমরা সফল হবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপিকা লায়লার ভাষ্য, শক্তিশালী অনেক দেশেই মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে রাজী হয়েছেন। আবার চীনেরও ইন্টারেস্ট রয়েছে। এদিকে মুসলিম বিশ্বও বাংলাদেশের পক্ষে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়