শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি খুন হওয়া ইস্তাম্বুলের সেই দূতাবাস বিক্রি করে দিয়েছে সৌদিআরব

লিহান লিমা : সৌদি সাংবাদিক জামাল খাসোগজি খুন হওয়া ইস্তাম্বুলের সৌদি দূতাবাস বিক্রি করে দিয়েছে রিয়াদ।তুরস্কের একটি ব্রডকাস্টার বলেছে, গত এক মাস আগে সাধারণ মূল্যমানের তিন গুণ কম মূল্যে বিক্রি করা হয় ইস্তাম্বুলের সৌদি কূটনৈতিক মিশনের ভবন। ২০১৮ সালের ২ অক্টোবর এই ভবনে খুন হন খাসোগজি, তার দেহাবশেষও বিনষ্ট করে দেয়া হয়। আল-জাজিরা

তুর্কি গণমাধ্যম হাবেতুর্ক টিভি জানায়, ইস্তাম্বুলের লেভেন্ট এলাকার এই ভবনটি এক মাস আগে এক অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করা হয়। দূতাবাসের জন্য ইস্তাম্বুলের সারিয়ার এলাকায় একটি নতুন ভবন কেনা হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রেরও দূতাবাস রয়েছে।’ হাবেতুর্ক টিভি আরো জানায়, ওই দূতাবাস বিক্রি প্রক্রিয়ার পূর্বে সৌদি কর্তৃপক্ষের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন ছিলো। যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, দূতাবাস বিক্রির বিষয়ে কোন নিশ্চিত তথ্য সম্পর্কে অবগত নন তিনি।

যুক্তরাষ্ট্রে বসবাস করা সৌদি নাগরিক খাসোগজি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের কন্ট্রিবিউটর ছিলেন। সৌদি রাজতন্ত্র ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নীতির এই সমালোচক ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নিজের বিয়ের জন্য কাগজপত্র নিতে গিয়েছিলেন। কিন্তু দূতাবাস থেকে তার আর বের হওয়া হয় নি। তার দেহাবশেষও খুঁজে পাওয়া যায় নি। তুরস্কের গণমাধ্যমগুলো বলছে, হত্যার পর খাসোগজির দেহ এসিড দিয়ে সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়। আল জাজিরাকে এক সূত্র জানিয়েছে, খাসোগজির দেহের কিছু বিনষ্টকৃত অংশ দূতাবাস থেকে ৩০০ মিটার দূওে অবস্থিত সৌদি কনস্যুল জেনারেলের বাসভবনে পাওয়া গিয়েছে। হাবেতুর্ক টিভির প্রতিবেদনে বলা হয়, ‘ সৌদি আরব কনস্যুল জেনারেলের বাসভবনও বিক্রি করার চেষ্টা করেছে। কিন্তু কোন ক্রেতা খুঁজে পাওয়া যায় নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়