শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা জানালেন মেয়র সাঈদ খোকন

সুজিৎ নন্দী : ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কী পরিমাণ ডেঙ্গু রোগী রয়েছে, সে বিষয়ে আমরা বারবার বলার পরেও স্বাস্থ্য অধিদফতরে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।আমাদের নির্দিষ্ট করে এলাকাভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা দেওয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। তিনি বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে তারা সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির সঙ্গে এডিস মশক নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কর্মপদ্ধতি অবলোকন, পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্যগত নানা বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেছি। সিঙ্গাপুর থেকেই ডেঙ্গু কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, সার্ভিলেন্স, ডেঙ্গু কন্ট্রোল, রিস্ক অ্যাসেসমেন্ট, কেস ম্যানেজমেন্ট, ডেঙ্গু আউটব্রেকসহ সার্বিক বিষয়ে আমরা অভিজ্ঞতা বিনিময় করেছি। পাশাপাশি সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটা সমঝোতা সই হয়েছে।

বুধবার ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অর্জিত অভিজ্ঞতা বিষয়ে মেয়র এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মেয়র বলেন, এবছর ডেঙ্গু সারাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। সারাদেশে এখনও উল্লেখযোগ্য হারে রয়েছে। তবে কীভাবে এর স্থায়ী সমাধান করা যায়, সে বিষয়ে কাজ করছি। ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে বিভাগ স্থাপনের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। আমাদের যে জনবল কাঠামো রয়েছে, তা সংশোধনের মাধ্যমে এটি করা হবে।

পরে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শরিফ আহমেদ সিঙ্গাপুরের অভিজ্ঞতা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়