শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক-মাহমুদউল্লাহ জুটি এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে (সরাসরি)

শিউলী আক্তার : ত্রিদেশীয় সিরিজের আগের ম্যাচের আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করতে জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরে ব্যাটিংয়ে নেমেছে সাকিবরা। চট্টগ্রামের সাগরিকায় উদ্ভোধনী জুটি লিটন দাস ও নাজমুল হাসান শান্ত শুরুটা দুর্দান্ত করেছিলেন।

এই জুটি মাত্র ৪ ওভার ৫ বল খেলে ৪৯ রানের জুটি গড়েন। ১১রান করে আউট হয়ে যান শান্ত। বাংলাদেশের হয়ে প্রথম উইকেটর পতনের পর ৬ রান যোগ হলেও ফেরেন লিটনও। যাওয়ার আগে ২২ বলে মোকাবেলা করে ৩৮ রান করেন। যার মধ্যে ছিলো ৪টি চার ও ২টি ছক্কার মার।

প্রথম দুই ম্যাচের মতো আজও রানের দেখা পাননি অধিনায়ক সাকিব আল হাসান। ১০ রান করে তিনিও ফিরে যান। ৬৫ রানে তৃতীয় উইকেটের পতন হলে ব্যাটিং বিপর্যে পড়ে যায় বাংলাদেশ। বরাবরের মতো দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। যদিও সাম্প্রদিক সময় থেকে ফর্মে ছিলো না এই জুটি।তাদের ফর্মে ফেরার অপেক্ষায় ছিলো বাংলাদেশ। আজ সেই জুটি ফর্মে ফিরেছে চট্টগ্রামের সাগরিকায়।ইতিমধ্যে ৫৮ রানের জুটি গড়েছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভাওে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৪ রান। মুশফিক ২৩ ও মাহমুদউল্লাহ ৩৬ রান নিয়ে ক্রিজে আছেন।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক) মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ : ব্রেন্ডন টেইলর, হ্যামিলন্টন মাসাকাদজা (অধিনায়ক) ক্রিগ এরভিন, শন উইলিয়ামন, টিনোটেন্ডা মুতোম্বোজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, এইন্সলি এদুলুভু ও টেন্ডাই চাতারা।

ম্যাচটি সরাসরি....

  • সর্বশেষ
  • জনপ্রিয়