শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে হোটেল ব্যবসার অন্তরালে চলছে টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপ!

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের জয়রা রোডে অবস্থিত সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলের অন্তরালে টাকার বিনিময়ে অসামাজিক ব্যবসার সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই হোটেলে মাদক বেচা কেনারও অভিযোগ রয়েছে।

এদিকে বুধবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধ প্রমাণ পেয়েছেন। এক নারীর সাথে অসামাজিক কার্যকলাপের দায়ে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ধারায় এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৭ ধারা লঙ্ঘন করে লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার দায়ে ও ওই আইনের ৭ ধারা লংঘনের দায়ে ও একই আইনের ১৯ ধারার বিধানমতে হোটেল মালিক মশিউর রহমান মাসুদ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন জানান, জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া হোটেল মালিককে হোটেলের অভ্যন্তরে এই ধরনের অসামাজিক কর্মকান্ড পরিচালনা বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সাবধান করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুলিশের বিশেষ শাখার তালিকায় ওই হোটেলের মালিক মশিউর রহমান মাসুদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী উলে­খ্য আছে। নিজেও একজন মামদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি হোটেল ব্যবসার অন্তরালে বিভিন্ন স্থান থেকে নানান বয়সী নারী এনে টাকার বিনিময়ে যুবকসহ নানান বয়সী পুরুষদের অসামাজিক কাজ করার সুযোগ করে দেয়াও অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়