শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার ডেরায় থেকে যাওয়ায় খুশি পিএসজি

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় যেতে মরিয়া নেইমারকে ধরে রাখাকেই সদ্য সমাপ্ত দলবদলের বাজারে পিএসজির সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তার সতীর্থ মার্কো ভেরাত্তি।

গ্রীষ্মকালীন দলবদলে বার্সায় ফিরতে সম্ভাব্য সবরকম চেষ্টাই করেছেন ২ বছর আগে ২২২ মিলিয়ন ইউরোয় কাতালান রাজধানী থেকে ফ্রান্সে পাড়ি দেওয়া নেইমার। তার চেষ্টায় আলোচনায় বসতে বাধ্য হয়েছিল পিএসজি ও বার্সা। কিন্তু বার্সার ৪টি প্রস্তাব বাতিল করে দেয় ফরাসি জায়ান্টরা। শেষ প্রস্তাবে ১৩০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচ, জ্যঁ-ক্লেয়ার তদিবো এবং উসমানে দেম্বেলে দিতে চেয়েছিলে বার্সা। কিন্তু এই ‘নেইমার ডিল’র অংশ হতে রাজি হননি দেম্বেলে।

সংবাদমাধ্যমের সামনে ভেরাত্তি বলেন, ‘নেইমার কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড় আমাদের প্রয়োজন, কারণ তারা অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে। মাঠের বাইরের বিষয় নিয়ে নেইমারকে কিছু কঠিন সময় পার করতে হয়েছে। এর ফলে তার অবস্থান কিছুটা নড়বড়ে, কিন্তু যখন জানতে পারলো যে সে থাকছে, আমি তাকে সবসময় হাসিখুশি অবস্থায় দেখেছি।’

‘সে (নেইমার) ফুটবল ভালোবাসে। সে এমন একজন খেলোয়াড় যে আমাদের অনেক সাহায্য করবে। তাকে প্যারিসে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি জানি সমর্থকরা (যা ঘটেছে) ভুলে যায়নি, কিন্তু আমি আশা করি নেইমার সম্ভাব্য সব করবে (নাটক ভুলিয়ে দিতে) এবং মৌসুমের শেষে আমরা একসঙ্গে উদযাপন করব।

‘ফুটবলে সবসময় কিছু ভালো মুহূর্ত থাকে এবং আমি আশা করি সব ভালোই ভালোই শেষ হবে। নেইমার ১১০ শতাংশ দেবে। নেইমার আমাদের সঙ্গে চুক্তি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের চেয়ে ভালো দল আছে, কিন্তু আমরা সব উজার করে দেবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়