শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘ দপ্তরের সামনে বালুচদের পাকিস্তান বিরোধী বিক্ষোভ

সাইফুর রহমান : পাকিস্তান বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন করছে এই অভিযোগ তুলে এবিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বালুচ বিদ্রোহীরা। জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভে তারা পাকস্তান সেনাবাহিনী এবং সেদেশের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের অভিযোগ পাকিস্তানি বাহিনী বালুচ নাগরিক এবং মানবাধিকার কর্মীদের অপহরন, নির্যাতন এবং হত্যা করছে। ইয়ন

বালুচ ভয়েস এসোসিয়শনের প্রেসিডেন্ট মুনির মেঙ্গল জানান, আজকের সমাবেশের মূল উদ্দেশ্যই হলো পাকিস্তানি সেনাবাহিনী রাজ্যে কতটা নির্মম নির্যাতন চালাচ্ছে এবং সেখানকার নাগরিকদের কি পরিমান রক্ত ঝরছে তার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা। তিনি আরো বলেন, এমন অবস্থা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে নয় বরং, বালুচ,পশতুনসহ সব এলাকায় চীনের সহযোগিতায় তারা মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, কয়েক হাজার বালুচ নাগরিককে গুম করা হয়েছে,এমনকি তারা কোথায় আছে তা তাদের পরিবার জানে না।

আব্দুল ওয়াজিদ নামে আরেক বালুচ এক্টিভিস্ট এএনআইকে জানান, পাকিস্তান গত ৭২ বছর ধরে আমাদের উপর নৃশংসতা চালাচ্ছে। আমরা চাই জাতিসংঘ আমাদের উপর গণহত্যা বন্ধ করতে পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করুক। বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। আমরা আশা করি ভারত আঞ্চলিক শান্তি-শৃঙ্খলা চাইলে ‘বালুচ ফ্রীডম মুভমেন্ট’কে সমর্থন জানাবে।

বিক্ষোভকারীরা বালুচিস্তানের স্বাধীনতা চেয়ে দাবি করে যে, ১৯৪৭ সালের আগ পর্যন্ত তারা স্বাধীন জাতিই ছিল কিন্তু জোরপূর্বক তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। তারা এও দাবি করে যে, ভারত কাশ্মীরে নৃশংসতা চালাচ্ছে বলে তারা আওয়াজ তুলছে কিন্তু ঘোটকি,সিন্ধু এবং ওয়াজিরিস্তানে তারা নিজেরা কি করছে তা কেন বলছে না। তারা সঠিক পথে থাকলে তবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গণমাধ্যমকে কেনো ঢুকতে দিচ্ছেনা, এএনআইয়ের প্রতি এমন প্রশ্নও রাখেন তারা।

পাকিস্তান শুধু নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন করছে এমন নয় বরং তারা আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়