শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে হতদরিদ্র রিক্সাচালককে পিটিয়েছেন এক ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জে ভিজিডির কার্ড পাইয়ে দেয়ার কথা বলে নেয়া উৎকোচের টাকা ফেরৎ চাওয়ায় এক হতদরিদ্র রিক্সা চালক দুলাল মুসুল্লী (৫০) কে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছেন এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামে। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুলাল মুসল্লী।

মির্জাগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন দুলাল মুসুল্লী বলেন,উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদার আমার কাছ থেকে এক বছর আগে ভিজিডির কার্ড পাইয়ে দেয়ার কথা বলে তিন হাজার টাকা নেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদার ভিজিডির কার্ড না দিয়ে নানা ভাবে টালবাহানা করতে থাকে।
ঘটনার দিন মঙ্গলবার রাতে দুলাল মুসুল্লী ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদারের কাছে টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে তিনি ও তাঁর দুই সহযোগীসহ আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা ওই রাতেই তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। একই এলাকার বাসিন্দা হতদরিদ্র মোঃ বশির,মোসাঃ পারভিন বেগম,তাসলিমা বেগম, আনসার বিশ্বাস, রিনা বেগম, সমসের বিশ্বাস, খালেক হাওলাদার,মোসাঃ সালেহা বেগম,হক বিশ্বাস ও তাজনেহার বেগম অভিযোগ করে বলেন, ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার জন্য আমাদের প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়েছেন ওই ইউপি সদস্য। টাকা নিয়েও তিনি (ইউপি সদস্য) আমাদেরকে ভিজিডি কার্ড দেয়নি,এখন ঐ টাকা ফেরৎ চাওয়ায় আমাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখায়।

এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদারে মুঠোফোনে (০১৭৪২৩৩৯৬৭০) একাধিকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন বলেন, ভিজিডি কার্ড নিয়ে হতদরিদ্রদের সাথে ইউপি সদস্য মোঃ সোহেল হাওলাদারের ভুল বোঝাবুঝি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মির্জাগঞ্জ থানাকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়