শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ

শিউলী আক্তার : বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের ক্রিকেটের সম্পর্ক অনেক বছরের। তবে সেই সম্পর্ক ওয়ানডে ও টেস্ট সিরিজের তুলনায় টি-টোয়েন্টিতে খুবই কম। দুই দলের এই ফরমেটে দেখা হয়েছে মাত্র ১০ বার। স্বাগতিক কিংবা সফরকারী হিসেবে মাত্র এতোবারেই মুখোমুখি হয়েছিলো তারা। তার মধ্যে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। কিন্তু এর আগে জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসলেও চট্টগ্রামের সাগরিকায় মুখোমুখি হয়নি কখনো। আজকের ত্রিদেশীয় সিরিজ দিয়ে দুই দলের অভিষেক হতে চলেছে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে দেশের মাটিতে অভিষেক ভেন্যুতে জিম্বাবুয়েকে হারিয়েছিলো বাংলাদেশ। যদিও দুটি ভেনু তে খেলা হয়েছিলো। একটি খুলনার শেখ আবে নাসের স্টেডিয়াম এবং অপরটি ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

এবার প্রথমবারের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বাকি সব ভেন্যুর মতো এই মাঠেও অভিষেক দেখায় জয় নিতে মুখিয়ে থাকবে স্বাগতিকরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে অবস্থা হলেও জহুর আহমেদে জয়-পরাজয়ে পাল্লা সমান-সমান। এই মাঠে খেলা ৩৪টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের ১৭টি জয়ের বিপরীতে রয়েছে ১৭টি হার।

২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলো বাংলাদেশ। খুলনায় আয়োজিত ম্যাচটি ৪৩ রানে জিতেছিলো বাংলাদেশ। এরপর ২০১৫ সালে ঢাকায় দেখা হয়েছিলো দুই দলের। স্বাগতিকরা ম্যাচটি জিতেছিলো ৪ উইকেটের ব্যবধানে। এর মাঝে ২০১৩ সালে জিম্বাবুয়েতে দুটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করতে জহুর আহমেদেও জিততে চাইবে সাকিববাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়