শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে দামি ঘোড়দৌড়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন সৌদি নারী নিকোলা কারি

রাকিব উদ্দীন : সৌদি আরবের হয়ে প্রথমবারের মতো কোনো ঘোড়দৌড়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন একজন নারী জকি। নিকোলা কারি নামক সেই নারীকে স্বাদরে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দেশটির যুবরাজ।

সম্প্রতি এক প্রতিবেদনে সৌদিতে নারীদের অধিকার ভয়ঙ্কর রকম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খেলাধুলায় সুযোগ করে দেয়ার কথা বলে বিশ্বের চোখে ধুলো দেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে জানায় মানবাধিকার সংস্থাটি।

যদিও যুবরাজ বানদার নামের সৌদি রাজপরিবারের এই সদস্য বলছেন তার উল্টোটা। ধনকুবের তেল ব্যবসায়ী যুবরাজ খালিদ আব্দুল্লাহর এ ভাতিজা বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দেশে পুরুষের সমান অধিকার পাচ্ছেন নারীরা! নতুন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে দামি ঘোড়দৌড়ে অংশ নিতে চলেছেন প্রথমবারের মতো কোন নারীও।

বিবিসির সাক্ষাৎকারে খালিদ আবদুল্লাহ বলে, ‘রাজ্যজুড়ে আমরা এক পরিবর্তন টের পাচ্ছি। আমরা এখনো শিখছি। কিন্তু একইসঙ্গে ভাবনার দুয়ারও খুলে দিচ্ছি। দেশে এখন সবাই যার যার রাজনৈতিক ভাবনা আদান-প্রদান করতে পারে।’

সৌদির এমন ভাবনাকে স্বাগতম জানিয়েছেন নিকোলা ও তার ঘোড়ার প্রশিক্ষক জেমি ওসবর্ন, ‘আমাদের মধ্যে যদি একজন সৌদিতে ঘোড়া চালায়, তবে সেটা হবে নিকোলা।’

তেল সমৃদ্ধ সৌদিতে ঘোড়দৌড় ভীষণরকম জনপ্রিয়। এজন্য এই সার্কিটে প্রাইজমানিও অনেক বেশি। বাকি পাঁচ রেস সার্কিটে যখন সবমিলিয়ে প্রাইজমানি দেয়া হয় ৬.৮ মিলিয়ন ডলার, সেখানে এক সৌদি রেসেই পুরস্কার হিসেবে থাকছে মোট ২০ মিলিয়ন ডলার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়