শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা আবু সুফিয়ানের পিতার ইন্তেকাল, বিএনপির শোক

সালেহ বিপ্লব : চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের পিতা আলহাজ্ব মাওলানা আবুল হাশেম আজ ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টায় চান্দগাঁও আবাসিকস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদে আসর চান্দগাঁও আবাসিক বি- ব্লক জামে মসজিদে ১ম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চকরিয়া শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আবু সুফিয়ানের পিতার মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল হাশেম একজন সৎ, আদর্শবান, বিনয়ী ও ঈমানদার মানুষ ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে খেদমত করে গেছেন। মানুষকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত করেছেন। এ ধরনের সুন্দর মনের মানুষগুলোর চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মর মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়