শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষায় নম্বর কম, খাতা দেখতে চাওয়ায় শিক্ষার্থীদের হুমকি

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধপ্রযুক্তি বিভাগের দুটি কোর্সে কম নম্বর পেয়ে শিক্ষার্থীরা খাতা দেখতে চাওয়ায় তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ বিষয়ে গতকাল সোমবার ভুক্তভোগী ৯ জন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান সৈয়দ সাব্বির হায়দার বরাবর লিখিত অভিযোগ করেছেন। দৈনিক আমাদের সময়

২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির ‘পিএচটি ৬০২’ ও ‘পিইচটি ৬০২’ কোর্সের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার ফলাফল নিয়ে এই ঘটনা ঘটেছে।পরে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান বরাবর খাতা দেখানোর আবেদন জানিয়েছেন।

পরীক্ষার্থীদের অভিযোগ, ফল ভালো না হওয়ায় তারা খাতা দেখতে চেয়েছেন। কিন্তু কোর্স শিক্ষক অধ্যাপক আবু সারা শামসুর রউফ তাতে সম্মত হননি। উল্টো তাদের হুমকি প্রদর্শন করেছেন।

লিখিত আবেদনে শিক্ষার্থীরা বলেন, দুটি কোর্সে তাদের নম্বর আশানুরূপ হয়নি। তাদের বিশ্বাস, তারা প্রাপ্ত নম্বরের চেয়ে বেশি নম্বর পাওয়ার পাবেন।দুটি কোর্সের অসামঞ্জস্যপূর্ণ নম্বরের জন্য তাদের চূড়ান্ত ফলাফল হুমকির মুখে পড়েছে। কিন্তু খাতা দেখতে চাইলে কোর্স শিক্ষক তাতে অপারগতা প্রকাশ করেন এবং হুমকি প্রদর্শন করেন। শিক্ষার্থীরা চেয়ারম্যানের কাছে দুটি কোর্সের পরীক্ষার খাতা দেখানোর ব্যবস্থা ও প্রয়োজনে পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সৈয়দ সাব্বির হায়দার বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে আবেদন করেছে। বিষয়টি আমরা একাডেমিক কমিটির পরবর্তী সভায় আলোচনা করব। এমন কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে কোর্স শিক্ষক আবু সারা শামসুর রউফের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের সময়কে বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে কিনা তা আমি জানি না। আর এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়