শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরি করায় ৪ জনকে কারাদণ্ড

সুজন কৈরী : রাজধানীর নবাবপুর এলাকায় দুটি বৈদ্যুতিক ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। দুই প্রতিষ্ঠানের চারজনকে ২ মাস কওে কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ওয়ারী থানা পুলিশের সহায়তায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চলে।

আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানগুলোর ক্যাবল তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স নেই। এছাড়া ক্যাবলে বিআরবি, বিএসবি, বিজলী,পলি কেবলসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মানচিহ্ন ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল প্রতিষ্ঠানগুলো। এসব অপরাধে নবাবপুরের ৪৪/১ নম্বরস্থ তাহেরাবাদের রাফি ইলেক্ট্রিকের মো. সোহাগ ও মো. রিপনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া একই অপরাধে নবাবপুরের ২৪ নম্বরস্থ মহাজনপুর লেনের মার্স ইলেক্ট্রনিক্স লিমিটেডের মো. সিদ্দিকুর রহমান ও মো. আবুল কালামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে অভিযানকালে প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল তার জব্দের পর ধ্বংস করা হয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, সাধারণ ক্রেতারা আসল ক্যাবল মনে করে আসলের দামেই নকল তার ক্রয় করে প্রতারিত হয়ে হচ্ছিল। মানহীন এসব তার ব্যবহারের ফলে দুর্ঘটনার সম্ভাবনাও কয়েকগুণ বেড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়