শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ক্রিকেট সাংবাদিকতার প্রতি ক্ষোভ জানিয়ে সোনাজয়ী শ্যুটার রত্নার মর্মস্পর্শী পোস্ট

আক্তারুজ্জামান : ২০১০ এসএ গেমস ও কমনওলেথ গেমসে সোনা জয় করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন মাগুরার মেয়ে শারমিন আক্তার রত্না। আজ হৈ চৈ ফেলে দিয়েছেন ক্রীড়াঙ্গনের সাংবাদিকতা নিয়ে। ক্রিকেট ছাড়াও দেশের ক্রীড়াঙ্গনে আরও খেলাধুলা আছে সেটা যেনো সাংবাদিকরা ভুলেই যান। অন্য ইভেন্টের সফলতাকে গুরুত্ব দেন না দেশের সাংবাদিকরা। তাই নিয়ে নিজের ফেসবুকে মর্মস্পর্শী কিছু কথা লিখেছেন।

‘রোমান সানা কেন প্রধানমন্ত্রীর ফোন পাইল না বা ক্রিকেটারদের মতো গাড়ি বাড়ি পাইল না, তা নিয়ে আমার ফ্রেন্ডলিস্টের প্রায় সকল সাংবাদিকই সরব। ভাই, আপনারা নিজেরাই বলেন তো এ দায়টা কার উপর বর্তায়?’- নিজের ফেসবুকে এভাবেই স্ট্যাটাস লিখেছেন রত্না। মঙ্গলবার বিকেলে দেওয়া নিজের পোস্টে ক্রীড়াঙ্গনে বৈষম্যের জন্য সাংবাদিকদেরই দায়ী করেন এই তারকা।

এশিয়া কাপ আর্চারিতে রোমান সানা সোনা জেতার পর তেমন অভিনন্দন বা শুভেচ্ছা পাননি বলে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ক্ষেত্রে ‘সিজনাল সাংবাদিকতা’ বাদ দিতেও অনুরোধ করেছেন রত্না।

মাগুরার মেয়ে রত্না নিজের পোস্টে লিখেন, ‘প্রতিটা চ্যানেলে শুধুমাত্র ক্রিকেট কাভার করার জন্য আলাদা রিপোর্টার আছে, প্রিন্ট মিডিয়াতেও একই নিয়ম বর্তায়। প্রতিদিন ক্রিকেটের নিউজ করা আপনাদের জন্য বাধ্যতামূলক। নিউজ থাকুক বা না থাকুক আপনারা নিয়ম করে মিরপুর স্টেডিয়ামে ঢুঁ মারেন নিউজের জন্য!’

‘১০ মিনিট স্পোর্টস নিউজের জন্য বরাদ্দ থাকলে ৭ মিনিট চালান ক্রিকেট নিউজ। দুই পাতা খেলার খবরে দেড় পাতা জুড়ে ক্রিকেট, বাকি অংশ ইউরোপিয়ান ফুটবল আর একটা কলাম বরাদ্দ থাকে অন্যান্য ইভেন্টের জন্য।’

সাফল্যের বিচারে ক্রিকেটের চেয়ে অন্য খেলাগুলোতে অনেক এগিয়ে দাবি করে রত্না লিখেন, ‘সাকিব আল হাসানের নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া, আর নারী এশিয়া কাপ জেতা ছাড়া ক্রিকেটের আর কী এমন সাফল্য আছে যা রোমান সানা, বা সিদ্দিক ভাই, বা আব্দুল্লাহ হেল বাকির অর্জনের প্রায় সমতুল্য?’

‘তারপরও আপনারা নিউজ করেন, কোন ক্রিকেটার বাবা হতে চলেছে, কে পেটের পীড়ায় হাসপাতালে, কার মেয়ে কবে প্রথম আম খেলো ইত্যাদি ইত্যাদি!’

আমাদের দুঃখ আমাদের কাছেই থাকতে দিন উল্লেখ করে রত্না লেখেন, ‘ভাই, আমরা যারা এ্যাথলিট, ক্রিকেটার না, তাদের আক্ষেপটা, তাদের কাছেই থাকতে দিন না।! সিজনাল সহানুভূতি না দেখিয়ে আপনারা বরং আবার প্রস্তুতি নিন নেক্সট ক্রিকেট ম্যাচ কেমন করবে বাংলাদেশের সোনার ছেলেরা, তার আগে কে নেট প্র্যাকটিসে কয়টা ছক্কা হাঁকাল, কেন ম্যাচ ডে তে ডাক মারল, ১০ জন আন্ডার ১০ স্কোর করে একজনের সেঞ্চুরিতে ম্যাচ জিতে বীরের মর্যাদা পাওয়া বা সরকার প্রদত্ত গাড়ি বাড়িসহ এক নম্বর নাগরিকের মর্যাদা পাওয়ার পর অভিনন্দন বার্তা লেখার জন্য কী কী বিশেষণ প্রয়োগ করা যায় সেইটা নিয়ে ভাবুন, আর লেখুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়