শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশে পাঁচটি অর্থনৈতিক জোনসহ নতুন প্রকল্পে বিনিয়োগ করবে

ওবায়দুল হক মানিক : বর্তমান সময়ে বাংলাদেশে বিদেশি বিনোয়গের জন্য উপযুক্ত ও চমৎকার জায়গা। তথ্য-প্রযুক্তি সহ নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি আর দ্রুত ব্যবসাবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে ওঠেছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশ, এমনকি জাপানও বাংলাদেশে বিনিয়োগ করছে নিঃসংকোচে।

রোববার দুবাইয়ে বাংলাদেশ ইকোনোমিক ফোরাম আয়োজিত ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে উঠে আসে এসব কথা। এসময় দুবাইয়ের কিছু বনেদি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান। ব্যবসায়ীরা বাংলাদেশে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।

দুবাইয়ের বিনিয়োগকারীদের সামনে দেশে বিনিয়োগের ক্ষেত্রে ১০টি সুবিধা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানান, ব্যবসা বাণিজ্যের প্রসারে এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা তাদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া শুরু করেছেন, যার সুফল ব্যবসায়ীরা খুব সহজেই নিতে পারবেন।

তিনি জানান, ব্যবসা বাণিজ্যের প্রসারে এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা তাদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া শুরু করেছেন, যার সুফল ব্যবসায়ীরা খুব সহজেই নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়