শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেন্ডার হয়েছে মরা গাছ কাটার, কাটা হলো ১৪টি জীবিত গাছ

ডেস্ক রিপোর্ট : টেন্ডার হয়েছে ১৪টি মরা গাছ কাটার। সরকারি কোষাগারে ইজারা মূল্যও দেখানো হয়েছে ৫৬ হাজার টাকা। কিন্তু ইজারা গ্রহীতারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে জীবিত গাছের মৌখিক দ্বিতীয় ইজারা দিয়েছেন ১ লাখ ৬০ হাজার টাকায়। ফলে মরা গাছের পরিবর্তে কেটে নেয়া হয়েছে জীবিত ১৪টি গাছ। সূত্র : বাংলা নিউজ ২৪

সোমবার এ ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তপুর উপজেলায়। মৌখিক দ্বিতীয় ইজারা গ্রহীতা ইউনুছ গংরা নামমাত্র মূল্যে গাছগুলো কেটে নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছুদিন আগে সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে জনসাধারণ ও ভবনের ক্ষতি হয় এমন অপ্রয়োজনীয় মরা গাছ কর্তনে টেন্ডার হয়। গাছগুলোর অবস্থান উপজেলা পরিষদের অভ্যন্তরে।

সূত্র জানায়, মরা গাছগুলো কর্তনে খাতায়পত্রে সরাসরি নিলাম দেখানো হয় ৫৬ হাজার টাকা। অথচ কতিপয় কর্মকর্তারা ইজারা গ্রহীতার সঙ্গে যোগসাজস করে নামে মাত্র মূল্যে জীবিত গাছগুলো কেটে নেয়ার জন্য সন্ধি করেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌরীন করিমকে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

টেন্ডার কমিটির সদস্য সচিব উপজেলা এলজিইডি প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী বলেন, আমি নাম মাত্র কমিটির সদস্য সচিব। যা কিছু হয়েছে সবকিছুই উপজেলা নির্বাহী স্যারের মাধ্যমে হয়েছে, এর বেশি আমার জানা নেই।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, উপজেলা পরিষদ ভবনের ক্ষতি হবে মরে যাওয়া এসব গাছ চিহ্নিত করে উন্মোক্ত টেন্ডারে বিক্রি করা হয়েছে। অসুস্থ থাকায় এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। মরা গাছ রেখে জীবিত গাছ কাটার ঘটনাটি সরেজমিনে এসে দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সম্পাদনা : মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়