শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যায় সব আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক : যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিন সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই দাবি জানান। আইনের ধারা উল্লেখ করে নুসরাতের পরিবারকে প্রত্যেক আসামি যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেন, এমন দাবিও জানিয়েছেন তারা। যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিন সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই দাবি জানান। সূত্র: প্রথম আলো

সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান মামলার প্রধান আসামি ও মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন। আজ মঙ্গলবারও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে গতকাল নুসরাত হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের চতুর্থ দিনে রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দেন ফেনী আইনজীবী সমিতির পক্ষে নিয়োগ করা জ্যেষ্ঠ আইনজীবী আকরামুজ্জামান ও বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু। এ সময় আদালতে তাদের সহায়তা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহম্মদ। তাঁরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছেন বলেও আদালতে দাবি করেন।

আদালতে আইনজীবী আকরামুজ্জামান গতকাল আইনের বিভিন্ন বিধিবিধান তুলে ধরেন। তিনি আদালতে বলেন, এটি একটি পরিকল্পিত ও মর্মান্তিক হত্যাকাণ্ড। আসামিরা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে প্রচারণা চালান। আসামিদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গণমাধ্যমের কল্যাণে আসল সত্যটা সারা দেশের মানুষ জেনে গেছে। তিনি দাবি করেন, আদালত ও রাষ্ট্রপক্ষ এ সত্য প্রমাণ করতে সমর্থ হয়েছে।

আকরামুজ্জামান বলেন, ‘এ মামলার রায়ের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। সুষ্ঠু ও ন্যায়বিচার দেশবাসীর প্রত্যাশা। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আসামিরা যদি স্বেচ্ছায় জবানবন্দি দেন, তাহলে তাদের জবানবন্দির ভিত্তিতেই সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়। তিনি বলেন, এটি আত্মহত্যা নয়, একটি নৃশংস হত্যাকাণ্ড।

এম শাহজাহান বলেন, চারজন আসামি রিমান্ড ছাড়াই স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ১৬ আসামির মধ্যে ১২ জন বিজ্ঞ বিচারিক হাকিম আদালতে স্বেচ্ছায়, সত্য ও স্বতঃস্ফূর্তভাবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এম শাহজাহান আদালতে বলেন, আসামি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই বলেছেন, নুসরাত মামলা প্রত্যাহার করতে রাজি না হলে প্রয়োজনে তাকে আগুনে পুড়িয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করতে বলেছিলেন কারাবন্দি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা। মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদ আলম তাঁদের সব ধরনের সহযোগিতা করবেন বলে অধ্যক্ষ তাদের বলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়